গো-রক্ষকদের হাতে ফের গণপিটুনির শিকার হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার সিপাহিজালা জেলায়। জানা গেছে, সেখানে গোরু পাচারকারী সন্দেহে পিটিয়ে মারা হয়েছে ২৯ বছর বয়সি এক যুবককে। পুলিশ সূত্রে খবর, রবিবার স্থানীয় বাসিন্দারা ভারত-বাংলাদেশ সীমান্তের কাছ থেকে এক যুবককে গোরু পাচারকারী সন্দেহে ধরে।
সেই সময়ে তাঁর সঙ্গে ছিল দুটি গোরু। এরপরই তাঁরা গোরু চোর সন্দেহে চিৎকার শুরু করায়, ঘটনাস্থলে জমা হয় আরও বেশ কয়েকজন গ্রামবাসী। বেধড়ক মারধর করা হয় সেই যুবককে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় ইতিমধ্যেই সেই নিহত যুবকের বাবা দুই ব্যক্তির নামে থানায় অভিযোগ দায়ের করেছেন। যার ভিত্তিতে তদন্ত শুরু করে সোনামুরা থানার পুলিশ।