নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হওয়ায় ভারত ছাড়তে বলা হল এক জার্মান ছাত্রকে। এক বছরের এক্সচেঞ্জ প্রোগ্রামে আইআইটি মাদ্রাজে পড়তে এসেছিলেন জ্যাকব লিন্ডেনথাল নামে ওই ছাত্র। সিএএ-বিরোধী আন্দোলনে অন্যান্য ছাত্রদের সঙ্গে তিনিও অংশ নেন। আর সে কারণেই জার্মান ছাত্রকে ভারত ছাড়তে বলল আইআইটি মাদ্রাজ।
জার্মান ছাত্র জানিয়েছেন, চেন্নাইয়ে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের পক্ষ থেকে তাঁকে ভারত ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। একটি ইমেইল মারফত তিনি এই নির্দেশ পান। প্রধান ইমিগ্রেশন দফতরের সঙ্গে দেখা করতে বলা হয় তাঁকে। সেখানেই তাঁকে জানানো হয়, স্টুডেন্ট ভিসা রুল অমান্য করায় তাঁকে দেশে ফিরে যেতে হবে।এবং আরও বলা হয়, ভারতে বসবাসের জন্য তার পারমিটের কিছু সমস্যা হয়েছে তাই দেশে ফিরে যেতে হবে। সেখানে তাঁকে রাজনীতি এবং পছন্দ নিয়ে একাধিক প্রশ্ন করা হয় বলে জানিয়েছেন জ্যাকব।
গত সপ্তাহে চেন্নাইয়ে নাগরিকত্ব বিলের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেন জ্যাকব। সেখানেই তাঁর হাতে একটি পোস্টার দেখা যায়, তাতে লেখা ‘১৯৩৩-৪৫ এ আমরাও এই অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি।’ স্পষ্টতই তিনি ইহুদিদের ওপর নাত্সি বাহিনীর অত্যাচারের কথা নাম না করে উল্লেখ করেন। এর পরেই জ্যাকবকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। জ্যাকব জানিয়েছেন, তার আরও একটি সেমিস্টার বাকি। ২০২০-র মে মাসে তাঁর দেশে ফেরার কথা ছিল। কিন্তু এই ডামাডোল পরিস্থিতির জন্য তাঁকে দেশে ফিরতে হচ্ছে।