২০১৯ সালটা ছিল রোহিত শর্মার। ভারতের অন্যতম সফল ওপেনার তিনি। ব্যাট হাতে মাঠে নেমে দাপট দেখিয়েছেন তিনি। কোনো ম্যাচে খারাপ পারফরম্যান্স হলেও পরের ম্যাচেই আবার ফিরে এসেছেন স্বমহিমায়। তিন ফরম্যাট মিলিয়ে ২০১৯ সালে ২৪৪২ রান করেছেন ‘হিটম্যান’। যার মধ্যে সেঞ্চুরি রয়েছে ১০টি। ওয়ান ডে’তে এক ক্যালেন্ডার ইয়ারে সর্বাধিক রান করার পথে শ্রীলঙ্কার কিংবদন্তি ওপেনার সনৎ জয়সূর্যের ২২ বছরের পুরানো রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।
সীমিত ওভারের ক্রিকেটে দাপট দেখানোর পাশাপাশি টেস্ট ওপেনার হিসেবেও নিজেকে নতুন ভাবে প্রতিষ্ঠিত করেছেন রোহিত। এত সাফল্যের মাঝেও বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ ভুলতে পারছেন না তিনি। তিনি বলেন, ‘এ বছরটা দারুণ কাটল। তবে বিশ্বকাপ জিততে পারলে আনন্দটা আরও বেশি হত। আশা জাগিয়ে স্বপ্ন পূরণ করতে পারিনি আমরা। তবে তার পরেও বলব, লাল হোক বা সাদা বলের ক্রিকেট, দল হিসেবে টিম ইন্ডিয়া নিজেদের দারুণ ভাবে মেলে ধরেছে।’
এবছরই টেস্টে ওপেনার হিসেবে খেলেছেন তিনি। আর সেখানেই টিমে নিজের পজিশন সুদৃঢ় করেছেন। তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে এখন আমি নিজের ব্যাটিং দারুণ উপভোগ করছি। কিন্তু এখানেই থেমে থাকলে চলবে না। সামনে আরও একটা উত্তেজক বছর অপেক্ষা করছে। নতুন বছরেও ধারাবাহিকতা বজায় রাখতে চাই। নিজের ব্যাটিংয়ের খুঁটিনাটি দিক আমি বুঝি। নিজের সীমাবদ্ধতার কথা মাথায় রেখেই খেলতে নামি। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী পারফরম্যান্স করে যেতে চাই। মাঠে গেমপ্ল্যান কার্যকর করাটাই আসল বিষয়।’