বছর শেষ হওয়ার মুখে দলের বাৎসরিক পারফরম্যান্সে ভারত অধিনায়ক রীতিমত তৃপ্ত। তিনি বলেন, ‘২০১৯ ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা বছর। এই বছর ভারতীয় পেসাররা গোটা বিশ্বে সমীহ আদায় করে নিয়েছে। যা দেশের ক্রিকেটমহলের কাছে বড় পাওনা।’
তবে বিগত কয়েক বছরে আন্তর্জাতিক টুর্নামেন্টে সেভাবে সফল হতে পারেনি ভারত। ২০১৫ বা ২০১৯ দুই বিশ্বকাপের লড়াই-ই সেমিফাইনালে আটকে যায়। টি-২০ বিশ্বকাপেও সেভাবে ছাপ ফেলতে পারেনি। তবে এই বছরে শুরু হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত অনেকটাই এগিয়ে আছে টিম ইন্ডিয়া। তবে সবমিলিয়ে বছরের টিমের পারফরম্যান্সে খুশি কোহলি। পাশাপাশি নিজের পারফরম্যান্সেও খুশি তিনি। ভারত অধিনায়কের খুশি হওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ চলতি বছরে তিন ধরনের ফরম্যাট মিলিয়ে সালে সবথেকে বেশি রান তাঁর ঝুলিতেই। তাঁর সংগ্রহ ২৪৫৫ রান। শতরানের সংখ্যা ৭। চলতি বছর রোহিত শর্মার সংগ্রহ ২৪৪২ রান। দু’জনেই ফর্মের তুঙ্গে রয়েছেন। ভারতের সামগ্রিক পারফরম্যান্সে রোহিত শর্মা ও বিরাট কোহলির অবদান অনস্বীকার্য।
চলতি বছরের ভারতের শেষ আন্তর্জাতিক ম্যাচটি ছিল রবিবার। দেখা যাচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেটে মোট ২৪৫৫ রানের মধ্যে বিরাট একদিনের আন্তর্জাতিকে সংগ্রহ করেছেন ১৩৭৭ রান। এই রান করার জন্য তাঁর লেগেছে ২৬টি ম্যাচ। এই বছরে আটটি টেস্টে তাঁর সংগ্রহ ৬১২ রান। টেস্টে আপাতত সেরা স্কোর (২৫৪ নট আউট) চলতি বছরেই পেয়েছেন কোহলি। দশটি টি-২০ ম্যাচ খেলে চলতি মরশুমে বিরাটের সংগ্রহ ৪৬৬ রান।