নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল আসুমদ্র-হিমাচল। আর এবারে এই আইনের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলনে বাংলায় বড়সড় ধাক্কা খেল গেরুয়া শিবির। বিজেপি ছাড়লেন দার্জিলিংয়ের বিজেপির প্রভাবশালী নেতা। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে দার্জিলিংয়ের বিজেপির হিল কমিটির নেতা সন্তবাহাদুর গুরুং যোগ দিয়েছেন তৃণমূলে।
সন্তবাহাদুর জানিয়েছেন, “এই অনৈতিক আইন মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। দেশের মানুষকে এভাবে হেনস্থা করা কিছুতেই সহ্য করা যায় না। তাই আমি দল ছাড়ছি। আমার মনে হয়েছে এই পরিস্থিতিতে মানুষকে বাঁচাতে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই পারেন। তাই আমি তাঁর হাত শক্ত করতে তাঁর দলে যোগদান করছি”।
উল্লেখ্য, নাগরিকত্ব আইনের প্রতিবাদে গত কয়েকদিন আগেই বালুরঘাটে বিজেপি ছাড়েন এক সংখ্যালঘু নেতা। যা বিজেপির কাছে অবশ্যই বড় ধাক্কা ছিল। সেই রেশ কাটতে না কাটতেই ফের ধাক্কা বঙ্গ বিজেপির।
নাগরিক আইনের জেরে দেশে শুরু হয়েছে প্রতিবাদ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে শুরু করে প্রতিবাদে অংশ নিয়েছেন বিদ্বজ্জনের একাংশ। এছাড়া রাজধানী দিল্লিতেও এই আইনের বিরুদ্ধে শুরু হওয়া প্রতিবাদ বেশ বড় আকার ধারন করেছিল। যার প্রভাব পড়েছিল এই রাজ্যতেও। কিন্তু এভাবে বিজেপির নেতারাই প্রতিবাদ স্বরূপ দল ত্যাগ করাতে বেশ বেকায়দাতে রয়েছে গেরুয়া শিবির এমনটাই জানা গিয়েছে।