সারা দেশে নাগরিকত্ব আইন এনে বেশ অস্বস্তিতে মোদী সরকার। এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ সর্বত্র। এমনিতেই ধর্মের ভিত্তিতে এই আইন আনা হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভগবানের সঙ্গে তুলনা করলেন বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাঁর দাবি, মোদী পাকিস্তানের সংখ্যালঘুদের নতুন জীবন দিয়েছেন। তাই, তিনি ভগবানের থেকে কোনও অংশে কম যান না।
এখানেই বিতর্কের শুরু। শিবরাজ সিং চৌহান অন্তত, তাঁকে ভগবানের আসনেই বসিয়ে দিয়েছেন। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে রবিবারে ইন্দোরে সিন্ধি ও পাঞ্জাবিদের নিয়ে একটি সভার আয়োজন করে বিজেপি। সেখানেই প্রধান বক্তা ছিলেন শিবরাজ। সেখানে তিনি পাকিস্তানের সংখ্যালঘুদের উদাহরণ টেনে এনে বলেন, “ঈশ্বর আপনাদের জীবন দিয়েছেন। মা জন্ম দিয়েছেন। কিন্তু, আপনারা যখন যখন বিপদে ছিলেন, তখন মোদীই আপনাদের বাঁচিয়েছেন। মান-সম্মান সব দিয়েছেন। পাকিস্তানের সংখ্যালঘুদের নাগরিকত্ব দিয়ে নতুন জীবন দিয়েছেন। তাই ঈশ্বরের থেকে কোনও অংশে কম যান না মোদীজি।” শিবরাজের এই বক্তব্যকে অবশ্য বিরোধীরা কটাক্ষের সুরে বিঁধছেন। তাঁদের দাবি, এতেই বোঝা যাচ্ছে, বিজেপি নেতারা দলের থেকে মোদিকে বেশি এগিয়ে রাখেন।