মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ডে বিজেপির পতন এখন শুধু সময়ের অপেক্ষা আর প্রবল আশাবাদী কংগ্রেসের রাজ্যসভার নেতা গুলাম নবি আজাদ ও কংগ্রেস নেতা কে বেণুগোপাল৷ এখনও পর্যন্ত পরিস্থিতি যা, তাতে ভোট গণনা যত বাড়ছে তত পিছিয়ে যাচ্ছে বিজেপি৷ কংগ্রেস মনে করছে ঝাড়খণ্ডের মানুষ এবার উন্নয়ণের নিরিখে ভোট দিয়েছেন। আর সেই কারণেই বিজেপির পতন বলে মনে করছে কংগ্রেস৷
মোট ৮১ টি আসনের মধ্যে কংগ্রেস-ঝাড়খণ্ড মুক্তি মোর্চা-রাষ্ট্রীয় জনতা দল মহাজোট ৪৯ টি আসনে এগিয়ে আছে৷ বিজেপি মাত্র ২১টি আসনে এগিয়ে৷ মুখ্যমন্ত্রী রঘুবর দাস হারতে চলেছেন৷ জোট জিতলে মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হেমন্ত সোরেনের৷
বিজেপির বিভেদের রাজনীতি আর মানছে না ভারতবাসী। নাগরিকপঞ্জিকরণ, নয়া নাগরিকত্ব আইন একের পর এক জনবিরোধী আইন প্রণয়ণ করে বিজেপি জনসমর্থন হারাচ্ছে বলে মনে করে কংগ্রেস। ঝাড়খণ্ড আবারও প্রমাণ করে দিল মানুষ বিজেপির বিভেদ রাজনীতি, স্বৈরতন্ত্র আর সমর্থন করছে না৷ কংগ্রেসের বেনুগোপাল সাফ জানাচ্ছেন, ৩৭০ থেকে সিএএ, বিজেপির যাবতীয় আইন দেশবাসী ফিরিয়ে দিচ্ছে।