ক্যাব নিয়ে দেশের প্রায় সব রাজ্যেই কম-বেশি বিক্ষোভ চলছে। খোদ দিল্লীতেও সেই আঁচ পড়েছে। রাস্তা থেকে শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গনগুলোতেও চলছে প্রতিবাদের ঝড়। এইবার সিএএ নিয়ে মুখ খুললেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। গত সপ্তাহেই দিল্লীর জামিয়া ইসলামিয়া ঘটনায় টুইট করেছিলেন আয়ুষ্মান খুরানা। মূলত পুরো ঘটনার নিন্দা জানিয়ে ও গণতান্ত্রিক আন্দোলনকে সমর্থনা জানিয়ে এগিয়ে এসেছিলেন আয়ুষ্মান। কিন্তু গতকাল রাখঢাক না রেখে খুললাম খুল্লা বক্তব্য রাখলেন আয়ুষ্মান।
এদিন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ”অনেকেই ভেবে নিয়েছে আমি সুবিধাবাদী কিন্তু কোনওদিন নয়। আমি ছাত্রদের সঙ্গে রয়েছি। কারণা আমার ধারণা ছাত্ররাই বর্তমান ও ভবিষ্যৎ, ছাত্ররা আওয়াজ তুলেছে মানেই কোনও একটা নিশ্চিত কারণ রয়েছে। এটা কিন্তু গান্ধীজির জন্মভূমি। আমাদের সকলের মত প্রকাশের স্বাধীন অধিকার আছে, কিন্তু প্রত্যেকটা আন্দোলন হোক গণতান্ত্রিক উপায়ে। আমার মতে সরকারের এটাও ভাবা উচিত তারা যে আইনটা আনছেন, নিশ্চয় সাধারণ মানুষের সঙ্গে একটা কথোপকোথনের দূরত্ব রয়ে যাচ্ছে। ছাত্র কিংবা যুব সমাজও হয়ত বুঝতে পারছে না কি হচ্ছে। যদি ছাত্রদের মনে হয় দেশে সংখ্যালঘুরা সুরক্ষিত নন, তাহলে সরকারের উচিত সেই ছাত্রদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা।”
তিনি সংখ্যালঘুদের নিয়ে বলেন, ”ভারত একটা যুব সমাজের দেশ। যেখানে ছাত্ররাই ভবিষ্যৎ। তাই ছাত্রদের ক্ষমতায়ন করা উচিত। শুধুমাত্র সংখ্যালঘু ধর্মের ব্যাপারে নয়। মনে রাখবেন ছাত্রদের কোনও ধর্ম হয় না।” তিনি আরও জানান, ”আজকাল যাই টুইট করি না কেন আমাকে সাধারণ মানুষ ট্রোল্ড করে। আমি আর্টিকেল ১৫-এর মতো সিনেমাতে অভিনয় করেছি। নিশ্চয়ই কোনও ঘটনায় স্ট্যান্ড নেবো আমি।”
জামিয়ার ঘটনা নিয়ে আয়ুষ্মান জানিয়েছেন, ”খুবই খারাপ লাগছিল। ছাত্রগুলো যে ঘটনাগুলির মধ্যে দিয়ে গিয়েছিল সেদিন ভেবেই ভয় লাগছে। এই ঘটনার তীব্র নিন্দা জানাই আমি, প্রত্যেক মানুষের অধিকার আছে প্রতিবাদ করার। তবে কোনও আন্দোলন যেন হিংসাত্মক পরিস্থিতি না নেয়। আন্দোলন হোক গণতান্ত্রিক উপায়ে। মানুষের ক্ষতি করে, সরকারি সম্পত্তি নষ্ট করে কোনও আন্দোলন করা ঠিক নয়। অহিংসা কোনওদিন আন্দোলনের হাতিয়ার হতে পারে না। গণতন্ত্রে সবাইকে বিশ্বাস রাখতে হবে।” এইভাবে একের পর এক বলিউড তারকা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে মুখ খুলেছেন। দুদিন আগেই আগস্ট ক্রান্তি ময়দানে জড়ো হয়েছিলেন এক ঝাঁক বলিউড তারকা।