ভারতীয় ক্রিকেটের মসনদে বসার পরেই সৌরভ চেয়েছেন, বিসিসিআইয়ের আয় বাড়াতে। আইসিসি’র থেকে পাওনা-গণ্ডা নিয়েও তিনি জোর তৎপরতা দেখাচ্ছেন। আইসিসি’কে বাইপাস করে আয় বাড়াতে এবার নতুন টুর্নামেন্ট সুপার সিরিজ চালু করতে চাইছেন সৌরভ। তাঁর প্রস্তাবে রাজি হয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াও।
কারণ, আইসিসি’র সিংহভাগ লভ্যাংশ আসে এই তিনটি ক্রিকেট বোর্ডের মাধ্যমে। যা নিয়ে অতীতে এন শ্রীনিবাসনও একটি গ্রুপ তৈরির চেষ্টা করেছিলেন। বলেছিলেন, যে বোর্ড আইসিসি’কে যত বেশি আয় করতে সাহায্য করে, সেই বোর্ড তত বেশি লভ্যাংশ পাবে। যদিও তা কার্যকরী হয়নি শশাঙ্ক মনোহর আইসিসি প্রেসিডেন্ট হওয়ার পর। শ্রীনিবাসনের পথে না হেঁটে, সৌরভ কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা করছেন। ঠিক হয়েছে, পরের মরশুম থেকে শুরু হবে সুপার সিরিজ। ওয়ান ডে ফরম্যাটে খেলা হবে। দু’সপ্তাহের বেশি টুর্নামেন্টটি হবে না। যেখানে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে চতুর্থ দল হিসাবে খেলবে অবশিষ্ট বিশ্ব একাদশ।
গত সপ্তাহেই বিসিসিআইয়ের নবনিযুক্ত সচিব জয় শাহ ও কোষাধ্যক্ষ অরুণ ধুমালকে নিয়ে ইংল্যান্ডে গিয়েছিলেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। সেখানে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে তাঁদের বৈঠক হয়। আর তারপরই এই নতুন সুপার সিরিজের ভাবনা উদয় হয় বিশ্ব মঞ্চে।