নাগরিকত্ব সংশোধনী বিলকে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ। একের পর এক বিক্ষোভ আন্দোলনের জেরে মুখ পুড়েছে কেন্দ্রীয় বিজেপি সরকারের। সিএএ আইনের প্রতিবাদে রাস্তায় নেমে শুধু উত্তরপ্রদেশেই ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১৪ জনের। এহেন সময়েই বিতর্কিত মন্তব্য পেশ করে খবরের শিরোনামে উঠে এলেন গুজরাট বিজেপির যুব মোর্চার প্রাক্তন সভাপতি প্রদীপসিন বাঘেলা। সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টে যে মন্তব্য তিনি করেছেন তাকে ঘিরে রীতিমতো বিতর্ক ছড়িয়েছে।
বৃহস্পতিবার রাত ১০ টা নাগাদ বাঘেলার টুইটার অ্যাকাউন্টে যে টুইট ভেসে ওঠে তা কিছুটা এই রকম, ‘ওষুধ ছড়াতেই পোকা মাকড়ের দল বাইরে বেরিয়ে ছটফট করতে শুরু করেছে। অবশ্য এই ঘটনায় এটা নিয়ে কোনও সন্দেহ নেই যে ওষুধ একেবারে সঠিক দেওয়া হয়েছে।’ তবে গুজরাত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি কোনও বিষয়ে এই মন্তব্য করেছেন সেটা তিনি স্পষ্ট না করলেও, রাজনৈতিক মহলের অনুমান বর্তমান সিএএ ও এনআরসি প্রসঙ্গেই এই মন্তব্য বাঘেলার। এবং দেশজুড়ে যারা প্রতিবাদ করছে তাঁদের পোকামাকড়ের সঙ্গে ওই রাজনৈতিক নেতা তুলনা করছেন বলেই দাবি বিশেষজ্ঞদের।
প্রসঙ্গত, বাঘেলা যেদিন এই টুইট করছেন সেদিনই সিএএ ও এনআরসির বিরুদ্ধে আন্দোলন মুখর হয়ে উঠেছিল গুজরাতের একাধিক জেলা। অনেকেরই অনুমান সেই প্রেক্ষিতেই আন্দোলনকারীদের আক্রমণ শানিয়ে এই মন্তব্য করেছেন ওই বিজেপি নেতা। উল্লেখ্য, এর আগে গুজরাত বিজেপির যুবমোর্চার সভাপতি ছিলেন প্রদীপসিন বাঘেলা। বর্তমানেও বিজেপি যুবমোর্চার গুরুত্বপূর্ণ পদে রয়েছেন ওই নেতা।