ফের নয়া নিয়ম মোদী সরকারের! সিএএ নিয়ে উত্তাল গোটা দেশ। ধর্মের ভিত্তিতেই আনা এই বিল নিয়ে বিক্ষোভে ফুঁসছে দেশ তার মধ্যেই এবার পরিবর্তিত হল রিজার্ভ ব্যাঙ্কের ফেমা আইন। নয়া এই নিয়ম অনুসারে এবার ব্যাঙ্কের কেওয়াইসি ফর্মে বাধ্যতামূলক হতে পারে ধর্মীয় পরিচয়।
বিশেষজ্ঞ মহল মনে করছেন, রিজার্ভ ব্যাঙ্কের এই আইন পরিবর্তনের জেরে প্রতিবেশী দেশের থেকে আসা সংখ্যালঘু মানুষ (মুসলিম ছাড়া) ভারতে এনআরও অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সম্পত্তি কিনতে পারবেন। ফলে রিজার্ভ ব্যাঙ্কের এই আইন পরিবর্তনকে নাগরিকত্ব সংশোধনী আইনের পাশাপাশি রাখাই যায়।
ফেমা রেগুলেশন আইন মূলত পরিবর্তন করা হচ্ছে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং ক্রিশ্চানদের উদ্দেশ্যে। এই সমস্ত ধর্মের মানুষেরা দীর্ঘ মেয়াদী ভিসায় ভারতে রয়েছেন তাঁরা এই দেশে সম্পত্তি কিনতে পারবেন। এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে কোনও ভিনদেশী মুসলিম এই আইনের আওতায় পরবেন না।
সূত্রের খবর অনু্যায়ী, এর আগে পর্যন্ত ফেমা আইন অনুযায়ী বিদেশী নাগরিকরা ভারতে রেসিডেন্ট অ্যাকাউন্ত খুলতে পারতেন। এর জন্য ওই বিদেশী নাগরিককে দেশ বা ধর্ম দেখানোর প্রয়োজন পড়ত না। এবার থেকে নিজেদের ধর্ম দেখাতে হবে ফর্মে।