রাজ্য সরকারের উদ্যোগে পরিবহণ পরিকাঠামো উন্নত করতে আগামী কয়েক বছরের মধ্যেই কলকাতা পেতে চলেছে ৬ টি নতুন উড়ালপুল। কলকাতার আশেপাশে তৈরি হবে এই উড়ালপুল। কলকাতার বণিকসভার এক অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
সূত্রের খবর অনুযায়ী, শুধু উড়ালপুল নয়, আগামী কয়েক বছরে রাজ্য সরকারের উদ্যোগে বাংলায় তৈরি হবে স্কুল, কলেজ, সেতু ও বিভিন্ন ভবন। বাংলার মানুষের উন্নয়নের স্বার্থে এসব কাজ করা হবে বলে।
এদিন ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স কলকাতায় আয়োজন করেছিল দ্বিতীয় ‘সিমেন্টিং ইন্ডিয়া’। এই সভায় উপস্থিত ছিলেন টিসেনক্রুপের সিইও বিবেক ভাটিয়া, ইমামি সিমেন্টের সিইও বিবেক চাওলা, আলট্রাটেক সিমেন্টের সভাপতি অরূন সালভি। এখানেই ফিরহাদ হাকিম জানান, ‘বিভিন্ন গঠনমূলক কর্মকান্ডের জন্য ২০২৫ সালের মধ্যে কলকাতায় ৫ হাজার থেকে ৬ হাজার মেট্রিকটন সিমেন্টের দরকার পড়বে’।