ক্যাব নিয়ে দেশের প্রায় সব রাজ্যেই কম-বেশি বিক্ষোভ চলছে। খোদ দিল্লীতেও সেই আঁচ পড়েছে।
শুক্রবার দুপুরে জামা মসজিদের কাছে ভীম আর্মির বিক্ষোভ সামাল দিতে হিমসিম খেয়েছে পুলিশ। সন্ধ্যার অন্ধকার নামার সঙ্গে সঙ্গে নতুন করে উত্তাল হয়ে উঠল রাজধানী। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে পথে নামলেন কয়েকশ মানুষ। ভারতের পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে তাঁরা জামা মসজিদ থেকে যন্তর মন্তরের দিকে যেতে চেষ্টা করেন। প্ল্যাকার্ডে লেখা ছিল, সেভ দ্য কনস্টিটিউশন। পুলিশ দিল্লী গেটের কাছে ব্যারিকেড করে তাঁদের আটকে দেয়। এই ঘটনায় শুক্রবার গভীর রাতে আটক করা হয় ৪০ জন বিক্ষোভকারীকে।
৪০ জন বিক্ষোভকারীর মধ্যে অন্তত ৮ জন নাবালক বলে জানা গেছে। আটকদের মুক্ত করার দাবিতে শুক্রবার রাতে দিল্লী পুলিশের সদর দফতরের সামনে বিক্ষোভ দেখানো হয়। পুলিশ সূত্রের খবর অনুসারে, ওই নাবালকদের অভিভাবকরা থানায় আসলে তাঁদের ছেড়ে দেওয়া হয়। সূত্রের খবর অনুসারে এই নাবালকদের অনেকেরই আঘাত লেগেছে। বাকি বিক্ষোভকারীদের ছেড়ে দেওয়া হয়েছে কিনা তা এখনও সঠিক জানা যায় নি।