ক্যাব এনে মোদী সরকার বেশ অস্বস্তিতে। দেশজুড়ে চলছে প্রতিবাদের আগুন। বিশেষ করে এই আগুনে পুড়ছে উত্তর-পূর্ব ভারত। এই আইনের দ্বারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আগত শরণার্থীদের দেশ ছাড়ার ফরমান জারি করবে মোদী সরকার। দেশের নাগরিক হয়েও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে সবাইকে। ফলে চাপে শরণার্থীরা। এই আইনের প্রতিবাদে সরব বিভিন্ন মহল। এমনকি বিজেপি ও বিজেপি শরিক শাসিত রাজ্যেও একই চিত্র। এই আইনের বিরোধিতায় যোগী রাজ্যে এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর মিলেছে। এর মধ্যেই দিল্লীর রাস্তায় ফের আন্দোলনে নেমে পড়ল জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
শনিবার দুপুরে কয়েকশো ছাত্রছাত্রী পৌঁছে যায় দিল্লীর চাণক্যপুরীতে উত্তরপ্রদেশ ভবনের সামনে। সেখানে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় ছাত্রদের। পুলিশের ব্যারিকেড ভেঙে দেয় ছাত্ররা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় দিল্লী পুলিশ। বেশকয়েকজন ছাত্র নেতা-নেত্রীকে আটক করা হয়েছে বলে খবর।
নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলন ভয়াবহ আকার নিয়েছে উত্তরপ্রদেশে। শনিবার থেকে নতুন করে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে রামপুরে। ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে। এদিন জামিয়ার ছাত্ররা ওই ঘটনার প্রতিবাদেই রাস্তায় নামে। সেই আন্দোলন ঘিরে আর একপ্রস্থ উত্তেজনা ছড়াল রাজধানীতে।