বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ফের হুমকি দিলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘ আমাদের দলীয় কার্যালয়ে ভুল করে যারা যাবেন, তাঁরা স্ট্রেচার নিয়ে যাবেন।’
বাম ও অতি বাম ছাত্র সংগঠনের বিজেপি’র রাজ্য দলীয় কার্যালয় ঘেরাও প্রসঙ্গেও এদিন ওই ছাত্র সংগঠনগুলিকে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ভুল করে আমাদের দলীয় কার্যালয়ে ওই কর্মসূচি পালন করতে কেউ গেলে যেন সঙ্গে করে স্ট্রেচার নিয়ে যায়।
উত্তরপ্রদেশে পুলিশের গুলিতে ৬ জনের মৃত্যু প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে এদিন দিলীপ ঘোষ বলেন, যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে, তাদের গুলি খেতে হবে। সে উত্তরপ্রদেশ হোক আর আসাম। এ রাজ্যে রেলের সম্পত্তি নষ্টের ঘটনায় রাজ্য সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে বলে দাবি করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘রেলের সম্পত্তি নষ্টের ঘটনার ভিডিয়োয় যাদের যাদের দেখা গেছে, প্রত্যেকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। আজ হোক কাল হোক তাদের আদালতে আসতে হবে। তখন দিদিমনি কাউকে বাঁচাতে পারবেন না।’
এদিন বাঁকুড়ায় সিএএ-র সমর্থনে বাঁকুড়ার হিন্দু হাইস্কুল ময়দান থেকে মিছিল করে বিজেপি। দলের সেই কর্মসূচিতে যোগ দেন বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মিছিল শেষে বাঁকুড়ার তামলিবাঁধ ময়দানে একটি সভা করেন বিজেপি’র রাজ্য সভাপতি।