আজ শনিবার হায়দ্রাবাদে জিএমসি বালাযোগী স্টেডিয়ামে এটিকে মুখোমুখি হতে চলেছে হায়দ্রাবাদ এফসি’র। আইএসএলের নতুন এই ফ্র্যাঞ্চাইজিটি এই মুহূর্তে আইএসএলের লিগ টেবলে সবথেকে নীচে আছে।
আইএসএলে এবার হায়দ্রাবাদ এফসি সবথেকে বেশি গোল (১৭টি) খেয়েছে। প্রথম আটটি ম্যাচের মধ্যে তাঁরা জয় পেয়েছে মাত্র একটি ম্যাচে। শেষ পাঁচটি ম্যাচে তাঁদের সংগ্রহ মাত্র এক পয়েন্ট। আসলে হায়দ্রাবাদ এবারের আইএসএলে অনেকটা নির্ভর করেছিল নেস্টরের উপর। গত বছর চেন্নাই সিটিএফসিকে চ্যাম্পিয়ন করার ব্যাপারে পেড্রো মানজির মতোই নেস্টরের অবদান ছিল। কিন্তু এই স্প্যানিশ মিডিও চেন্নাই সিটি এফসি’র সঙ্গে চুক্তি ভেঙে হায়দ্রাবাদে গিয়েছেন। তাই ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি তাঁকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সাসপেন্ড করেছে। হায়দ্রাবাদ নেস্টরহীন থাকা অবস্থায় এটিকে দু’টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। প্রতিপক্ষের এই দুর্বলতার সুযোগ হোম ম্যাচের মতোই ফের শনিবার নিতে চান প্রীতম কোটালরা।
শুক্রবার সকালে অনুশীলন করে রওনা হওয়ার আগে হাবাস বলে দিয়েছেন, ‘‘যুবভারতীতে যে দলকে পাঁচ গোল দিয়েছিলাম, সেই দলে এখন অনেক পরিবর্তন ঘটেছে। গোয়ায় হারের কথা ভুলে এখন আমরা হায়দ্রাবাদ ম্যাচ নিয়েই ভাবছি।’’ চোটের জন্য দলের সঙ্গে যাননি প্রণয় হালদার, আনাস এথানোডিকার মতো নির্ভরযোগ্য ফুটবলার। নতুন আসা স্পেনীয় মিডিয়ো মান্ডি সোসাকে খেলাবেন কি না ঠিক করেননি এটিকে কোচ। অস্ট্রেলীয় লিগে রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসের সঙ্গে খেলছেন সোসা। তাঁকে নিয়ে উচ্ছ্বসিত রয় কৃষ্ণ। এটিকের সর্বোচ্চ গোলদাতাকে বলতে শোনা গিয়েছে, ‘‘সোসার সঙ্গে বহু দিন একই দলে খেলছি। ড্রেসিংরুমের মেজাজটাই ও বদলে দিতে পারে শক্তিশালী মনোভাব নিয়ে। মাঝমাঠে ও নেতৃত্ব দেওয়ারও ক্ষমতা রাখে।’’
হাবাস অবশ্য কোনও ঝুঁকিই নিতে রাজি নন। গোয়ার কাছে শেষ ম্যাচ হেরে যাওয়ার পরে রেফারির পাশাপাশি দলকেও দুষেছেন স্পেনীয় কোচ। বলে দিলেন, ‘‘হায়দ্রাবাদ ম্যাচে তিন পয়েন্ট আমাদের দরকার। আমরা জয়ে ফিরতে চাই। হেরে ফিরতে চাই না। একটা সামান্য ভুল সিদ্ধান্ত বা ভুল, খেলার ফলই বদলে দিতে পারে। আমরা সতর্ক হয়ে নামব।’’ হাবাসের সুবিধে তাঁর দলে আক্রমণাত্মক ফুটবলারের সংখ্যা অনেক। রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, জাভি হার্নান্ডেজ, প্রবীর দাশ, সোসাইরাজরা তো রয়েছেনই। জবি জাস্টিন, বলবন্ত সিংহেরাও রিজার্ভ বেঞ্চে অপেক্ষায় থাকবেন গোলের জন্য। আনাস-প্রণয়রা না থাকায় হাবাস কী ভাবে রক্ষণ সাজাবেন, তা নিয়ে প্রবল কৌতূহল রয়েছে দলের অন্দরেই।