এনআরসি ও সিএএ নিয়ে সারা দেশ এখন উত্তাল। তার প্রভাব গিয়ে পড়েছে ডার্বিতেও। সেইজন্য নির্ধারিত ২২ ডিসেম্বর ডার্বি বাতিল হয়ে যায়। আসলে পুলিশ চেয়েছিল, কম সংখ্যক দর্শক মাঠে ঢুকিয়ে খেলার ব্যবস্থা করতে। যা মেনে নিতে পারেনি মোহনবাগান। আই লিগের ক্রীড়াসূচি অনুযায়ী এবার প্রথম ডার্বির দায়িত্ব সবুজ-মেরুন শিবিরের। তাই কম সংখ্যক দর্শক নিয়ে খেলতে অনীহা প্রকাশ করে মোহনবাগান। ফলে, নির্ধারিত দিন অর্থাৎ গত ২২ ডিসেম্বর ডার্বির আয়োজন করা সম্ভব হয়নি। তা বাতিল করতে হয়। তারপর থেকেই নতুন তারিখ নির্ধারণ নিয়ে আলোচনা চলছিল ফেডারেশনে। অবশেষে, তাঁরা সিদ্ধান্ত জানিয়ে দিল। নতুন বছরের ১৯ জানুয়ারি ডার্বি হবে। দু’দলের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন ফেডারেশন কর্তারা।
ইতিমধ্যে বিধাননগর পুলিশ কমিশনারেটের সঙ্গে ম্যাচ সংগঠন নিয়ে কথাবার্তা শুরুর পরামর্শ দেওয়া হয়েছে ক্লাবকর্তাদের। ২০২০ সালের প্রথম রবিবার মানে ৫ জানুয়ারি শ্রীনগরে মোহন বাগান-রিয়াল কাশ্মীর ম্যাচ। গঙ্গাসাগর মেলার জন্য ১২ জানুয়ারি ডার্বি হওয়া সম্ভব নয়। তাই ১৯ জানুয়ারি বড় ম্যাচ হবে ধরে নিয়ে এগচ্ছে মোহন বাগান। ক্লাবের অর্থ সচিব দেবাশিস দত্ত শুক্রবার জানালেন, ‘‘১৯ জানুয়ারিই হতে চলেছে স্থগিত হয়ে যাওয়া ডার্বি। জুলেন কলিনাসের বিকল্প খোঁজার কাজ চলছে। আমরা রোজই কথা বলছি কিবু ভিকুনার সঙ্গে। তবে এই উইঙ্গারের পরিবর্তে সনিকে আনা নিয়ে যে জল্পনা চলছে তা ঠিক নয়। সনিকে আমরা নিচ্ছি না।’’
তবে ইস্টবেঙ্গলের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য দেবব্রত সরকার ক্ষুব্ধ কণ্ঠে জানিয়ে দিলেন, “মোহনবাগান-ফেডারেশনের মধ্যে যে নাটক চলছে তাতে যোগ দেওয়ার ইচ্ছে আমার নেই।”