দেশে প্রতিনিয়ত বাড়তে থাকা নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা কমাতে এবার অদ্ভুত নিদান দিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি। বৃহস্পতিবার নাগপুর বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “সংস্কৃত শ্লোক পড়ালেই বন্ধ হবে ধর্ষণের মতো ঘটনা। তাঁর মতে, যে সংস্কৃত শ্লোক পড়বে সেই ভাল–মন্দ বুঝতে পারবে এবং এই ধরনের নির্মম কাজ করবে না”।
বাজাজ ইলেকট্রনিক্সের ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভাল এবং খারাপ মানুষের মধ্যেকার পার্থক্যের কথাও বলেন। পাশাপাশি কীভাবে খারাপ মানুষরা ক্ষমতা, টাকা এবং জ্ঞানের অপব্যবহার করেন সেই কথাও বলেন। আর তারপরই তাঁর মত, ধর্ষণ রুখতে পড়ুয়াদের সংস্কৃত শ্লোক পড়ান।