বিশ্ব ফুটবলের সেরার তালিকায় অন্যতম নাম তাঁর। তবে তাঁকে কেন সেরা বলা হয় তা আরও একবার প্রমাণ করলেন ৩৪ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর শারীরিক সক্ষমতা যেন ক্রমশ বাড়ছে। বুধবার সিরি-এ’তে সাম্পদোরিয়ার বিরুদ্ধে সিআরসেভেনের বিস্ময় গোলকে নেটিজেনরা আখ্যা দিয়েছেন ‘অ্যান্টি গ্র্যাভিটি’।
মহাকর্ষের বিপরীতে গিয়ে বলকে জালে ভরেছেন তিনি। সাম্পদোরিয়ার ও জুভেন্তাসের ম্যাচের প্রথমার্ধের খেলার শেষ লগ্নে এই বিস্ময়কর গোল আসে রোনাল্ডোর পা থেকে। বাঁ দিক থেকে সাম্পদোরিয়া বক্সে বল ভাসালেন অ্যালেক্স স্যান্ড্রো। দ্বিতীয় পোস্টের অনতিদূরে মাটি থেকে প্রায় সাড়ে আট ফুট লাফিয়ে বলে মাথা ছোঁয়ালেন রোনাল্ডো। মার্কারের কাঁধের উচ্চতায় ছিল তাঁর বুটজোড়া। বলাই বাহুল্য, এই হেড ধরা সম্ভব ছিল না বিপক্ষ গোলরক্ষকের পক্ষে (২-১)। পর্তুগিজ মহাতারকাটির এই দুরন্ত লক্ষ্যভেদই মূল্যবান তিন পয়েন্ট এনে দিল জুভেন্তাসকে। ১৭ ম্যাচে ৪২ পয়েন্ট পেয়ে তারাই এখন শীর্ষে।
ম্যাচের পর সাম্পদোরিয়ার কোচ ক্লদিও র্যানিয়েরি বলেছেন, ‘আমরা জুভেন্তাস নয়, দু’টি অনবদ্য গোলের কাছে হারলাম। রোনাল্ডোর ক্ষিপ্রতা আমায় মুগ্ধ করেছে। পাশাপাশি পাওলো ডায়বালার গোলটিও অসাধারণ।’ উল্লেখ্য, ম্যাচের ১৯ মিনিটে অ্যালেক্স স্যান্ড্রোর ভাসানো বল না ধরেই বাঁ পায়ের কোনাকুনি ভলিতে জাল কাঁপান জুভেন্তাসের আর্জেন্তাইন তারকাটি (১-০)। ৩৩ মিনিটে কাপরারি দলকে সমতায় ফেরান (১-১)। তবে সেই ফল দীর্ঘায়িত হয়নি রোনাল্ডোর সৌজন্যে। জুভেন্তাস কোচ মরিসিও সারির মুখেও দুই গোলগেটারের প্রশংসা।