২৩ তারিখে বিজেপির সভায় যেতে বাধা দেওয়া হলে পুলিশদের বাঁশ দিয়ে পেটানোর নিদান দিলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। চন্দ্রকোনা রোডের সভা থেকে তিনি বিজেপি কর্মীদের নির্দেশ দেন, পুলিশকে আটকে, শাল গাছে বেঁধে রাখার। পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি তৃণমূল কর্মীদের হুমকি দেন তিনি।
দিলীপ বলেন, দিদিমণি চারদিন ধরে যে মিছিল করেছেন। ২৩ তারিখে সভায় আমরা চারগুণ লোক এনে দেখিয়ে দেব। আপনাদের বাসের সামনে কেউ এসে রাস্তা আটকালে তার ওপর দিয়ে চালিয়ে বেরিয়ে যাবেন। আমি বুঝে নেব। বাঁশ নিয়ে উঠবেন গাড়িতে। গাড়িতে লাঠি অবশ্যই রাখবেন, কাঁচা বাঁশ, শাল গাছের কাঠ সঙ্গে রাখবেন। গাড়ি আটকানোর চেষ্টা করলে বাঁশ নিয়ে নেমে আগে মাথায় মারবেন। পরে কথা বলবেন”।
দিলীপ ঘোষ আরও বলেন, “পুলিশকে বলছি, দিদিমনির দিন শেষ। একটু ভদ্র হয়ে যান। বিজেপি আইন হাতে নেয় না। অত্যাচার, মিথ্যা কেস দিলে পুলিশকে আটকে শাল গাছে বেঁধে রাখুন। বাকিটা আমি বুঝে নেব”। কেন্দ্রের শাসক দলের রাজ্য সভাপতি কিভাবে এমন বক্তব্য রাখেন কিভাবে অশান্তি ছড়ান, তা নিয়ে সমালোচনা করেছে তৃণমূল।