সিএএ নিয়ে উত্তাল গোটা দেশ। মোদী সরকারের এই নয়া আইনের বিরোধিতায় আওয়াজ উঠেছে দেশের নানা প্রান্ত থেকে। গত দু’দিন ধরে সেই আন্দোলনের পারদ চড়েছে অনেকটাই। দিল্লী, লখনউ, ম্যাঙ্গালোর, মুম্বই সর্বত্রই চলছে প্রতিবাদ। কোনও কোনও জায়গায় জারি হয়েছে ১৪৪ ধারা। বন্ধ হয়েছে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা। এদিন ফের অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছে দিল্লীতে। নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতায় সকাল থেকে তুমুল বিক্ষোভ দেখা যায় দিল্লীর জামা মসজিদে। এ দিন নমাজ শেষ হওয়ার পর পরই কয়েক হাজার মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করে।
এ দিন সকাল থেকে দিল্লীর বহু রাস্তা ব্যারিকেড করে আটকে দিয় পুলিশ। নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল। বন্ধ করে দেওয়া হয় মেট্রো স্টেশনও। অশান্তির আঁচ পেয়ে মোবাইলে নেট পরিষেবা বন্ধ রেখে দেওয়া হয়েছে। এ দিন দিল্লীর পাশাপাশি উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ দেখাতে শুরু করে বিক্ষোভকারীরা। এর মধ্যে সবচেয়ে ভয়ংকর ঘটনা ঘটে কানপুরে। বিক্ষোভকারীদের ওপর পুলিশি গুলি চালনায় ৮জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। যাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।
এহেন ঘটনার তীব্র প্রতিবাদ করে মোদী সরকারের সমালোচনা করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। এ দিন তিনি দিল্লীতে এক ভিডিয়ো বিবৃতিতে তিনি বলেন, ‘ভুল সিদ্ধান্তের প্রতিবাদ করার অধিকার সবার। কিন্তু মানুষের প্রতিবাদকে সম্মান করে না বিজেপি। সংশোধিত নাগরিকত্ব আইন বৈষম্যমূলক।’ এইভাবে ক্যাব এনে মোদী সরকার বেশ অস্বস্তিতে।