আমজনতার মুখে হাসি ফোটাতে ফের কল্পতরু হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ৫ লক্ষ গরিব ও পিছিয়ে পড়া মানুষকে সুবিধা পাইয়ে দিতে তপসিয়ায় তৃণমূল ভবন থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এর জন্য সব মিলিয়ে খরচ হবে প্রায় ৪৯৩ কোটি টাকা।
শুক্রবার তপসিয়ায় তৃণমূল ভবনে দলের কোর কমিটির বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যয়াপধ্যা। তার পর পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন। ওই বৈঠকেই দিদি বলেন, আমরা প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষের থেকে আবেদন পেয়েছিলাম। অনেকের অনেক অসুবিধা, চাহিদা ও আবেদন-নিবেদন রয়েছে। তা বিবেচনা করে বার্ধক্য পেনশন, প্রতিবন্ধী পেনশন, গ্রামীণ গৃহ নির্মাণ প্রকল্প ইত্যাদির আওতায় আরও পাঁচ লক্ষ মানুষকে আর্থিক সুবিধা দেওয়া হবে। এজন্য ইতিমধ্যেই টাকা বরাদ্দ করা হয়ে গিয়েছে।
এর পাশাপাশি সিএএ-র বিরোধিতায় একগুচ্ছ কর্মসূচীরও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আগামী সোমবার ২৪ ডিসেম্বর থেকে রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিলের ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো। ‘আমরা কারা, নাগরিক’, এই স্লোগানকে সামনে রেখে নাগরিকত্ব সংশোধিনী আইনের বিরুদ্ধে প্রতিবাদের স্বর আরও জোরালো করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আর তাই আগামী ২৪ ডিসেম্বর কলকাতায় স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে থেকে অর্থাৎ সিমলা স্ট্রিট থেকে বেলেঘাটায় গান্ধী ভবন পর্যন্ত মিছিল করবে তৃণমূল । ২৬ ডিসেম্বর দমদম, কামারহাটি এলাকায় মিছিল করবে তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস। ২৭ জিসেম্বর সিঙ্গুর থেকে তারকেশ্বর পর্যন্ত হবে প্রতিবাদ মিছিল। ২৮ ও ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে ৫ টা পর্যন্ত সব বিধানসভা কেন্দ্রে ধর্ণা কর্মসূচি গ্রহণ করেছে মমতার দল। এবং ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন, এবার নাগরিকদের উৎসর্গ করে ‘নাগরিক অধিকার দিবস’ পালন করবে তৃণমূল বলে এদিন ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।