নাগরিকত্ব সংশোধনী আইন ঘিরে বৃহস্পতিবারই দিল্লী থেকে লখনউতে অশান্তি ছড়িয়ে পড়েছিল। অশান্তির আবহে সতর্কতা হিসাবে বন্ধ করে দেওয়া হয় জামিয়া মিলিয়া এবং ওখলা বিহার শাহিন বাগ মেট্রো স্টেশন। শুক্রবার বেলা গড়াতেই আবার উত্তেজনা ছড়াল দিল্লীর রাজপথে। এ দিন জামা মসজিদে নমাজ শেষেই বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়েক হাজার আন্দোলনকারী। এই বিক্ষোভের নেতৃত্ব দেন ভীম সেনার প্রধান চন্দ্রশেখর আজ়াদ। বেশ কিছু রাজনৈতিক দলের নেতারও যোগ দিয়েছেন বলে খবর।
সূত্রের খবর, জামা মসজিদের বাইরে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। দিল্লী পুলিশের তরফে জানানো হয়, জামা মসজিদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন বেআইনি। তবে কোনও পদক্ষেপ করতে নারাজ দিল্লী পুলিশ। সকাল থেকেই জামা মসজিদের সামনে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়। সচিত্র পরিচয়পত্র দেখিয়েই তবে জামা মসজিদে প্রবেশ করানো হচ্ছিল। সে সময় বিক্ষোভকারীরাও প্রবেশ করে বলে দাবি পুলিশের।
সূত্রের খবর, শুক্রবারে জুম্মার নমাজের প্রার্থনা শেষেই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় সুর চড়ান জামা মসজিদে আসা স্থানীয় মানুষরা। ভীম আর্মির নেতা চন্দ্রশেখর আজাদকে দেখা যায় রাজীব গান্ধীর ছবি হাতে আন্দোলন করতে। সেখানে উপস্থিত বিক্ষোভকারীরা পুলিশদের গোলাপ দিয়ে সহযোগিতার কথা জানান।