ক্যাব নিয়ে দেশের প্রায় সব রাজ্যেই কম-বেশি বিক্ষোভ চলছে। খোদ দিল্লীতেও সেই আঁচ পড়েছে।
শুক্রবার দুপুরে জামা মসজিদের কাছে ভীম আর্মির বিক্ষোভ সামাল দিতে হিমসিম খেয়েছে পুলিশ। সন্ধ্যার অন্ধকার নামার সঙ্গে সঙ্গে নতুন করে উত্তাল হয়ে উঠল রাজধানী। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে পথে নামলেন কয়েকশ মানুষ। ভারতের পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে তাঁরা জামা মসজিদ থেকে যন্তর মন্তরের দিকে যেতে চেষ্টা করেন। প্ল্যাকার্ডে লেখা ছিল, সেভ দ্য কনস্টিটিউশন। পুলিশ দিল্লী গেটের কাছে ব্যারিকেড করে তাঁদের আটকে দেয়।
বিক্ষোভকারীরা ফিরে যেতে রাজি হননি। প্রতি মিনিটে তাঁদের সংখ্যা বাড়তে থাকে। উত্তেজনা চরমে উঠলে গাড়িতে আগুন লাগানো শুরু হয়। দরিয়াগঞ্জ থানার বাইরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতেও আগুন লাগানো হয়। পুলিশ তখন বিক্ষোভকারীদের উদ্দেশ্যে জলকামান ছোঁড়ে। লাঠিচার্জ করে। হিংসার জেরে দিল্লী মেট্রো ১৭ টি স্টেশন বন্ধ করে দেয়। ব্যস্ত রাজীব চৌক, প্রগতি ময়দান এবং খান মার্কেট স্টেশনও সন্ধ্যার পর ছিল বন্ধ।