গতকাল সিএএ-এর বিরুদ্ধে বিক্ষোভে সামিল হওয়ার অপরাধে কর্নাটকের মেঙ্গালুরুতে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে দু-জনের। এবার সেই বিষয়ে খবর সংগ্রহ করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়লেন সাংবাদিকরা। জানা গিয়েছে, ৩ জন সাংবাদিককে আটকও করেছে কর্ণাটক পুলিশ।
কেরালার অন্তত তিনটি নিউজ চ্যানেলের সাংবাদিক ও চিত্র-সাংবাদিকদের খবর সংগ্রহ করতে বাধা দেয় মেঙ্গালুরুর পুলিশ। এই তিনটি নিউজ চ্যানেল হল – নিউজ ২৪, মিডিয়া ওয়ান এবং এশিয়ানেট। এই বিষয়ে সম্প্রচারিত হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে এক পুলিশ অফিসার আরও বেশ কয়েকজন সশস্ত্র পুলিশকর্মীকে নিয়ে একজন সাংবাদিক ও চিত্র-সাংবাদিককে বাধা দেন। তাঁদের কাছে তিনি পরিচয়পত্র দেখতে চান। চ্যানেলের দেওয়া পরিচয়পত্র দেখে ওই পুলিশরা বলেন যে, সরকার থেকে দেওয়া অ্যাক্রিডিয়েশন কার্ড ছাড়া খবর সংগ্রহ করতে দেওয়া হবে না। সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্ধ করে তাঁদের সেখান থেকে বের করে দেন তিনি।
ওই সাংবাদিক ও চিত্র সাংবাদিক মিডিয়া ওয়ান নিউজ চ্যানেলের কর্মী বলে জানা গিয়েছে। শুক্রবার মেঙ্গালুরুর পুলিশ কমিশনার বিবৃতি দিয়ে জানিয়েছেন, অ্যাক্রিডিয়েশন কার্ড ছাড়া অনেকে খবর সংগ্রহ করার নামে আপত্তিকর কাজ করে বেড়াচ্ছে। এই ধরনের বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।