নাগরিকত্ব আইনের প্রতিবাদে শুরু থেকেই সরব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ আইন প্রত্যাহারের দাবিতে বাকি রাজ্যগুলির পাশাপাশি আন্দোলন মুখর হয়ে উঠেছেন পশ্চিমবঙ্গও। শুক্রবার এই আইনকে একহাত নিয়ে পার্কসার্কাসের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলে দিলেন, সহিষ্ণু গণতান্ত্রিক ভারতবর্ষে তাঁরা নাগরিক হওয়ার যোগ্য কিনা।
এদিন পার্কসার্কাসে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে রীতিমতো আগুন ঝরান বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এরা আইন নয়, দেশকে ভাগ করছে। মানুষ আগে তো বার্থ সার্টিফিকেটের নিয়ম ছিল না। মানুষ কোথা থেকে পাবে বার্থসার্টিফিকেট? আমার মায়ের বার্থ সার্টিফিকেট চাইলে আমি দিতে পারব না। আপনি দিতে পারবেন? আমরা কি উত্তরপ্রদেশ গুজরাতে খোঁজখবর করব? ত্রিপুরার মুখ্যমন্ত্রী কবে এসেছেন?’
পাশাপাশি তিনি আরও বলেন, ‘দেশ জ্বলছে, আর বিজেপি বলছে খেলা দেখাব। মনে রাখবে ৩৮ পার্সেন্ট ভোট পেয়েছেন ৬২ পার্সেন্ট মানুষ আপনার বিপক্ষে। উত্তরপ্রদেশে প্রতিবাদের জন্য গুলি করে মেরে দেওয়া হচ্ছে মানুষকে। অন্ধকারে বিশ্ববিদ্যালয়ে ঢুকে পুলিশ লাঠিপেটা করছে। সহিষ্ণু গণতান্ত্রিক ভারতবর্ষে আপনি নাগরিক হওয়ার যোগ্য।’ একইসঙ্গে আরও যোগ করে তিনি বলেন, ‘আপনারা দেশে আগুন জ্বালাচ্ছেন, আর বলছেন সবাইকে তাড়াব। সবাইকে গুলি মেরে দেব। আমি প্রতিবাদ করছি গুলি মারতে হলে আমায় গুলি মারো। মানবিকতাকে নয়। এই দেশে আমরা সবাই এক। অটলজি বেঁচে থাকলে এদের বলতেন রাজধর্ম পালন কর।’