গত সপ্তাহেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, বাংলায় এনআরসি হতে দেবেন না তিনি। কার্যকর করা হবে না সংশোধিত নাগরিকত্ব আইনও। তার সুরে সুর মিলিয়েই কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, পাঞ্জাবের অমরিন্দর সিং, মধ্যপ্রদেশের কমল নাথ, উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ও অন্যরা জানিয়ে দেন যে তাঁরাও নিজেদের রাজ্যে এনআরসি হতে দেবেন না। এবার জাতীয় নাগরিক পঞ্জী বা এনআরসি নিয়ে বড় ধাক্কাটা এল বিহার থেকে৷ বিহারে বিজেপি-র ‘শরিক’ হলেও, জনতাদল (ইউনাইটেড) সুপ্রিমো তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানিয়ে দিলেন, বিহারে এনআরসি হতে দেওয়া হবে না৷
বৃহস্পতিবার জেডিইউ নেতা তথা ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারেও জানান, তাঁকে নীতিশ কুমার আশ্বস্ত করেছেন, বিহারে এনআরসি লাগু হবে না৷ যদিও এনডিএ শরিক হিসেবে জেডিইউ সংসদে সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষেই ভোট দিয়েছে৷ অন্যদিকে, সিএএ-কে সমর্থন করলেও এনআরসি নিয়ে বিহারের মুখ্যমন্ত্রীর কথায়, ‘যত দিন আমি মুখ্যমন্ত্রী আছি বিহারে, আমি গ্যারান্টি দিচ্ছি, বিহারে সংখ্যালঘুদের সঙ্গে খারাপ কিছু হতে দেব না৷ বিরোধীরা সংখ্যালঘুদের উস্কে দেওয়ার চেষ্টা করছে৷ সফল হবে না৷’