গত ৭ ডিসেম্বর লুধিয়ানায় পাঞ্জাব এফ সি-ইস্ট বেঙ্গল ম্যাচের পর বল দিয়ে দু’জন বলবয়কে আঘাত করেছিলেন তিনি। রেফারির রিপোর্টে ওই ঘটনার উল্লেখ ছিল। আর তাতেই শাস্তির খাঁড়া নেমে আসে। সাসপেন্ড করা হয় স্যান্টোস কোলাডোকে। ফেডারেশনের প্রশ্নের মুখে পড়তে হল লাল-হলুদের অ্যাটাকিং মিডিওকে। সেখানেই তাঁকে এক লাখ টাকা জরিমানা করল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি।
শৃঙ্খলারক্ষা কমিটির চার সদস্য উষানাথ ব্যানার্জি, হর্য ভোরা, আদিত্য রেড্ডি ও মাধব মিলন ঘোষ বৃহস্পতিবার স্কাইপের মাধ্যামে কোলাডোর সঙ্গে কথা বলেন। লাল-হলুদ তারকাটি পুরো ঘটনার জন্য দুঃখপ্রকাশ করার পাশাপাশি পরের ম্যাচেই খেলার আবেদন রাখেন। এরপর শৃঙ্খলারক্ষা কমিটির সদস্যরা নিজেদের মধ্যে কোলাডোর শো-কজের জবাব নিয়ে আলোচনা করেন। শেষ পর্যন্ত ফেডারেশনের আচরণবিধির ৩৯.১ ধারা অনুসারে কোলাডোকে এক লাখ টাকার জরিমানা করা হয়েছে। এই ধারায় এক ম্যাচ সাসপেন্ড করা যায়। ট্রাউয়ের বিরুদ্ধে তিনি নির্বাসিত থাকায় সাত দিনের মধ্যে জরিমানার টাকা দিলেই কোলাডো ইস্টবেঙ্গলের হয়ে পরবর্তী ম্যাচ খেলতে পারবেন। তবে আগামী সাত দিনের মধ্যে কোলাডোর শট যে দু’জন বল বয়কে আঘাত করেছিল তাদের কাছে লিখিত ক্ষমা চাইতে হবে।
কোলাডোকে জরিমানা করার পাশাপাশি পাঞ্জাব এফসি- ইস্ট বেঙ্গল ম্যাচের ভিডিও খতিয়ে দেখে শৃঙ্খলারক্ষা কমিটির সদস্যদের মনে হয়েছে সেদিন ম্যাচের বল বয়রা সত্যিই সময় নষ্ট করেছেন। তাই পাঞ্জাব এফ সি’কে চিঠি দিয়ে বলা হচ্ছে ভবিষ্যতে এই ধরণের কাজ করলে পাঞ্জাবকে রাজ্যের বাইরে গিয়ে খেলতে হবে হোম ম্যাচ। ফিফার নিয়ম অনুসারে বলবয়রা সময় নষ্ট করলে তাঁদের লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করে দেওয়া যায়। ওই ম্যাচের রেফারিকেও তাই সতর্ক করছে শৃঙ্খলারক্ষা কমিটি।