পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। উত্তেজনা এখন নিয়ন্ত্রণে। নতুন করে অশান্তির কোনও খবর নেই। এই পরিস্থিতিতে হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা এই দুই জেলায় স্বাভাবিক করা হচ্ছে ইন্টারনেট পরিষেবা। দুই জেলাশাসককে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করার নির্দেশ দিয়েছে নবান্ন। যদিও বাকি ৪ জেলায় এখনও ইন্টারনেট পরিষেবা বন্ধ-ই থাকছে। উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনায় এখনই স্বাভাবিক হচ্ছে না ইন্টারনেট পরিষেবা।
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে গত শুক্রবার থেকে বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজ্যের বিভিন্ন জায়গায়। মুর্শিদাবাদের বেলডাঙা ও হাওড়ার উলুবেড়িয়ায় প্রথম বিক্ষোভ দেখা দেয়। ধীরে ধীরে বিক্ষোভ ছড়ায় মালদা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতার বিভিন্ন এলাকায়। ট্রেনে পাথর ছোড়া, ট্রেনে আগুন, বাসে আগুন, ভাঙচুরের ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে রাজ্যের ৬টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন।
প্রসঙ্গত, গত ১৫ ডিসেম্বর দুপুরে রাজ্য সরকারের তরফে একটি বিবৃতি জারি করা হয়। বলা হয়, ‘রাজ্য সরকারের বারবার বলা সত্ত্বেও কিছু বহিরাগত সাম্প্রদায়িক শক্তির উস্কানিতে রাজ্যের বিভিন্ন হিংসা ছড়ানোর চক্রান্ত চলছে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিরুপায় হয়ে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, হাওড়া, উত্তর ২৪ পরগনার বসিরহাট ও বারাসত মহকুমায় ও দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ও ক্যানিং মহকুমায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হচ্ছে।’ সেদিন রাতেই সংশ্লিষ্ট জেলাগুলিতে বন্ধ হয়েছিল ইন্টারনেট পরিষেবা।