আইপিএলের জন্মলগ্ন থেকে এই প্রথম কলকাতায় বসছে নিলামের আসর। সে আলাদাই উন্মাদনায় মেতেছে তিলোত্তমা। সেখানে আজ ৩৩২ জনের তালিকা থেকে ৭৩ জন ক্রিকেটারের ভাগ্য খুঁজে পাবেন। আটটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের পছন্দের খেলোয়াড় কেনার জন্য জোর লড়াই করবে টাকার বস্তা নিয়ে। কিন্তু চাইলেই ইচ্ছামতো অর্থ ব্যয় করতে পারবে না তারা। কারণ বোর্ডের বেঁধে দেওয়া আর্থিক সীমারেখার মধ্যে অনেকটা অংশই পুরানো খেলোয়াড়দের ধরে রাখতে গিয়ে ইতিমধ্যে ব্যয় করে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিগুলি।
বৃহস্পতিবারের নিলামের আগে কোন দলের ঝুলিতে কত টাকা আছে-
কিংস ইলেভেন পাঞ্জাব:
সবচেয়ে বেশি অর্থ রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে। তাদের ঝুলিতে ৪২ কোটি ৭০ লক্ষ টাকা। এই পরিমান অর্থ দিয়ে ৯ জন ভারতীয় ও ৪ জন বিদেশি খেলোয়াড় তারা কিনতে পারবে।
কলকাতা নাইট রাইডার্স:
পাঞ্জাবের পরেই সবচেয়ে বেশি ৩৫ কোটি ৬৫ লক্ষ টাকা রয়েছে কেকেআরের কাছে। ১১ জন স্বদেশি ও ৪ জন বিদেশি খেলোয়াড় কিনতে পারবে শাহরুখের দল।
রাজস্থান রয়্যালস:
রাজস্থান রয়্যালসের হাতে রয়েছে ২৮ কোটি ৯০ লক্ষ টাকা। ১১ জন স্বদেশি ও ৪ জন বিদেশি খেলোয়াড় কিনতে পারবে দলটি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:
মোট ২৭ কোটি ৯০ লক্ষ টাকা রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে। এই টাকার মধ্যে ১২ জন স্বদেশি ও ৬ জন বিদেশি খেলোয়াড় কিনতে পারবে বিরাট কোহলির দল।
দিল্লী ক্যাপিটালস:
দিল্লীর কাছে রয়েছে ২৭ কোটি ৮৫ লক্ষ টাকা। যার বিনিময়ে ১১ জন স্বদেশি ও ৫ জন বিদেশি ক্রিকেটারকে নিতে পারবে তাঁরা।
সানরাইজার্স হায়দরাবাদ:
সানরাইজার্স হায়দরাবাদের হাতে রয়েছে ১৭ কোটি টাকা। ৭ জন স্বদেশি ও ২ জন বিদেশি খেলোয়াড় নিতে পারবে দলটি।
চেন্নাই সুপার কিংস:
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের হাতে রয়েছে ১৪ কোটি ৬০ লক্ষ টাকা। তারা স্বদেশি খেলোয়াড় কিনতে পারবে ৫ জন ও বিদেশি ২ জন।
মুম্বই ইন্ডিয়ান্স:
এবারের নিলামে সবচেয়ে কম টাকা নিয়ে বিড শুরু করবে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। রহিত শর্মার টিমের হাতে রয়েছে ১৩ কোটি ৫ লক্ষ টাকা। মোট ৭ জন স্বদেশি ও ২ জন বিদেশি খেলোয়াড় কিনতে পারবে মুম্বই।
নিজেদের পছন্দ মতো খেলোয়াড়দের দলের নেওয়ার লড়াই হবে আটটি ফ্র্যাঞ্চাইজিজের মধ্যে।