আইপিএলের জন্মলগ্ন থেকে এই প্রথম কলকাতায় বসছে নিলামের আসর। সে আলাদাই উন্মাদনায় মেতেছে তিলোত্তমা। সেখানে আজ ৩৩২ জনের তালিকা থেকে ৭৩ জন ক্রিকেটারের ভাগ্য খুঁজে পাবেন। কে কোন দলে যাচ্ছে সে নিয়ে তিলোত্তমার বুকে সবার আগ্রহ ছিল চরমে। সেই নিলাম মধ্য গগনে। তাঁর মধ্যেই ভাগ্য ঠিক হয়ে গেছে প্যাট কামিন্স, ইওন মর্গ্যান, ক্রিস মরিসের মতো তারকাদের।
এর মধ্যে কলকাতা নাইট রাইডার্স নিয়ে ফেলেছে প্যাট কামিংস ও ইওন মর্গ্যানকে। এর মধ্যে অজি পেসার কামিংসের জন্য দর উঠেছে ১৫ কোটি ৫০ লক্ষ টাকা। আর ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক মর্গ্যানের জন্য দর উঠেছে ৫ কোটি ২৫ লক্ষ টাকা। এই দু’জনেই এর আগেও কেকেআরের হয়ে খেলেছেন।
কোথায় দুর্বলতা, কোথায় শক্তি, তা বিচার করে সেই মতো স্কোয়াড গুছিয়ে নেওয়ার এটাই শেষ সুযোগ। ফলে, নিলামের আগে প্রত্যেক ফ্যাঞ্চাইজির তরফেই থাকে প্রচুর হোমওয়ার্ক। থাকে অনেক অঙ্ক। কিন্তু তার পুরোটাই যে নিলামে বাস্তবায়িত হবে তার নিশ্চয়তা থাকে না। এ বারের নিলামেও তাই হতে যাচ্ছে। হাতে টাকা থাকলেই যে কোনও ক্রিকেটারকে পাওয়ার নিশ্চিয়তা থাকে না, অজানা নয় কোনও ফ্র্যাঞ্চাইজিরই।
তবু যে ফ্র্যাঞ্চাইজি বেশি টাকা নিয়ে নিলামে বসবে, তাদের কাঙ্খিত ক্রিকেটারকে পাওয়ার সম্ভাবনা বেশি। আর সেদিক দিয়ে এগিয়ে রয়েছে কিংস ইলেভেন পঞ্জাব। ৪২.৯০ কোটি টাকা রয়েছে তাদের পকেটে। নিতে পারবে নয়জনকে। তার মধ্যে বিদেশি চারজন। কলকাতা নাইট রাইডার্সের হাতেও রয়েছে ভাল টাকা। ৩৫.৬৫ কোটি টাকায় ১১জনকে নিতে পারবে তারা। এর মধ্যে বিদেশির সংখ্যা চার। নিলামে সবচেয়ে কম টাকা নিয়ে বসছে চেন্নাই সুপার কিংস (১৪.৬০ কোটি টাকা)। তারা নিতে পারবে পাঁচজনকে।
অন্যদিকে, ক্রিস মরিসকে ১০ কোটি টাকায় নিল আরসিবি। স্যাম কুরানকে ৫.৫০ কোটি টাকায় নিল চেন্নাই সুপার কিংস। ক্রিস ওকস ও জেসন রয়কে ১.৫ কোটি টাকায় নিল দিল্লী ক্যাপিটালস। ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় গ্লেন ম্যাক্সওয়েলকে নিল কিংস ইলেভেন পঞ্জাব। অ্যারন ফিঞ্চকে নিল আরসিবি। বেস প্রাইস ছিল ১ কোটি টাকা। ৪ কোটি ৪০ লক্ষ টাকায় নিল কোহালির দল। রবিন উথাপ্পাকে নিল রাজস্থান রয়্যালস। ১.৫ কোটি টাকা বেস প্রাইস ছিল তাঁর। তিন কোটি টাকা দর উঠল তাঁর।