বাংলার মানুষ ব্যাপক ভাবে গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচী ‘দিদিকে বলো’কে। এক ফোনেই সমস্যার সমাধান হয়েছে বহু মানুষের। এখন চলছে কর্মসূচীর দ্বিতীয় পর্যায়। জনপ্রতিনিধিরা পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষের দোরগোড়ায়। তৃণমূল যে সবসময় মানুষের পাশে আছে তা বোঝাতে এবার কর্মসূচীর প্রচারে গিয়ে এক অভিনব পদক্ষেপ নিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। প্রচারে গিয়ে পেঁয়াজ এবং কম্বল বিলি করলেন অসিত।
গত এক মাস ধরে বাজারে পেঁয়াজের আগুন দামে হাত পুড়ছে গৃহস্থের। তাই বুধবার ‘দিদিকে বলো’র প্রচারে বেরিয়ে বাড়ি বাড়ি পেঁয়াজ বিলি করলেন অসিত। দলীয় কর্মসূচিতে সপার্ষদ অসিতবাবু গিয়েছিলেন পোলবা-দাদপুর ব্লকের সুগন্ধ্যা পঞ্চায়েতের অমরপুরে। দরিদ্রদের হাতে কম্বল তুলে দেন তিনি। এর পাশাপাশি পাঁচশো গ্রাম করে পেঁয়াজও দেওয়া হয়। গ্রামের অনেকেই ছোট কাজ করে সংসার চালান। তাঁরা জানান, বেশি দামের জন্য পেঁয়াজ তাঁদের নাগালের বাইরে।
অসিত বলেন, ‘‘দাম অগ্নিমূল্য বলেই গরিব পরিবারকে যেটুকু পারছি পেঁয়াজ দিচ্ছি। বলাগড়ের পাশাপাশি আমার বিধানসভা এলাকাতেও অনেক জায়গায় পেঁয়াজ চাষ হয়। এখানে পেঁয়াজ চাষ কী ভাবে বাড়ানো যায়, সে ব্যাপারে ইতিমধ্যেই কৃষিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। পেঁয়াজ সংরক্ষণের বিষয়টি নিয়ে বিধানসভায় দু’বার প্রশ্ন করেছি। কৃষিমন্ত্রী এবং কৃষি বিপণন মন্ত্রী এ নিয়ে কথা বলছেন।’’ তিনি জানান, পেঁয়াজ চাষ এবং সংরক্ষণের পদ্ধতি নিয়ে চাষিদের প্রশিক্ষণ দেওয়ারও চেষ্টা করা হচ্ছে।