সিএএ ও এনআরসিকে ঘিরে সারা দেশে প্রতিবাদের আগুন জ্বলছে। প্রতিবাদী মিছিলে স্তব্ধ হয়ে পড়ছে জনজীবন। এই আইন তুলে নেওয়ার দাবিতে রাস্তায় নামছেন সাধারণ মানুষ থেকে বিশিষ্টজনেরা। খোদ দিল্লীর আবহাওয়াতেও ছড়িয়েছে সেই উত্তাপ। দিল্লীতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তবে তা উপেক্ষা করেই দিল্লি থেকে হায়দরাবাদ, মহারাষ্ট্র থেকে কর্নাটক – সর্বত্র রাস্তায় নেমে বিক্ষোভে শামিল হলেন হাজার হাজার মানুষ। আটক করা হল ইতিহাসবিদ রামচন্দ্র গুহ, সমাজকর্মী যোগেন্দ্র যাদব, সিপিএম নেত্রী বৃন্দা কারাত-সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিকে।
নির্দেশ উপেক্ষা করেই রাজ্যে রাজ্যে সম্মিলিত বিক্ষোভের সাক্ষী থাকল গোটা দেশ। বেঙ্গালুরুতে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক হলেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। টাউন হলের বিক্ষোভে শামিল হয়েছিলেন তিনি। তাঁকে রীতিমতো টানাহ্যাঁচড়া করে পুলিশের গাড়িতে তোলা হয়। আটক হওয়ার পর রামচন্দ্র গুহ বলেন, ‘দেশে স্বৈরতন্দ্র চলছে। হাতে গান্ধীর পোস্টার নেওয়ার জন্য ও সংবাদমাধ্যমকে সংবিধানের বিষয়ে বলার জন্য আমাকে আটক করা হল।’
১৪৪ ধারাকে বুড়ো আঙুল দেখিয়ে দিল্লীতে নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভে শামিল হাজার হাজার মানুষ। আগাম সতর্কতা নিতে বন্ধ করে দেওয়া হয়েছে ১৪টি মেট্রো স্টেশন। এর ফলে তীব্র যানজটে জেরবার হয় দিল্লী-গুরুগ্রাম সীমানা। লাল কেল্লা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে দিল্লি পুলিশ। কোনও রকম বড় জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে তা উপেক্ষা করেই এ দিন একটি ছাত্র ও সমাজকর্মীদের বিক্ষোভ ও আরেকটি বামেদের বিক্ষোভে উত্তাল হয় রাজধানী। হাজার হাজার মানুষ লাল কেল্লার সামনে জড়ো হয়েছে। ব্যারিকেড তৈরি করে মিছিল আটকানোর চেষ্টা চালায় পুলিশ।
লাল কেল্লা এলাকায় বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন স্বরাজ ভারতের জাতীয় সভাপতি যোগেন্দ্র যাদব। তিনি নাগরিকত্ব বিলের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিলেন। আটক হওয়ার পর পুলিশ ভ্যানেই সেলফি তুলে টুইটারে পোস্ট করে তিনি লেখেন, ‘১৯ ডিসেম্বর আটক হতে পেরে আমি গর্বিত। লাল কেল্লা থেকে আমায় আটক করা হয়। হাজারেরও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। আরও হাজার হাজার বাকি আছে। আমাদের বাওয়ানায় নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে।’
দিল্লীতে বিক্ষোভ দেখানোর জন্য আটক করা হয়েছে প্রাক্তন ছাত্র নেতা উমর খালিদ ও কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিতকেও। মান্ডি হাউস থেকে আটক হয়েছেন বাম নেতা ডি রাজা, সীতারাম ইয়েচুরি, বৃন্দা কারাত, নীলোত্পল বসু।