মহিলাদের বিশ্ব ক্রিকেটে ভারত আধিপত্য বিস্তার করেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন চার ভারতীয়। বর্ষসেরা টি-টোয়েন্টি দলে রয়েছেন তিন ভারতীয়।ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা যেমন বর্ষসেরা ওয়ান ডে এবং টি-টোয়েন্টি— দুটো দলেই সুযোগ পেয়েছেন। টি-টোয়েন্টি দলে মান্ধানার সঙ্গে আছেন অলরাউন্ডার দীপ্তি শর্মা এবং রাধা যাদব।
তেইশ বছর বয়সি মন্ধানা ভারতের হয়ে ৫১টি ওয়ান ডে এবং ৬৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। দুই ধরনের ক্রিকেট মিলিয়ে মন্ধানার সংগ্রহ ৩৪৭৬ রান। পাশাপাশি দুটো টেস্টও খেলেছেন তিনি। এ বছর দারুণ ফর্মেও আছেন এই ভারতীয়। যে কারণে দুটো দলেই সুযোগ পেলেন মান্ধানা।
৩৭ বছর বয়সেও দাপট দেখাচ্ছেন বাংলার ঝুলন গোস্বামী। আইসিসির বর্ষসেরা একদিনের ক্রিকেট দলে ঝুলন গোস্বামী অনায়াসে জায়গা করে দেখিয়ে দিলেন, বয়সটা নেহাতই একটা সংখ্যা। ঝুলনের সঙ্গে এ বছর দুর্দান্ত ফর্মে থাকা স্মৃতি মন্ধনা, পুনম পান্ডে, শিখা পান্ডে বর্ষসেরা একদিনের দলে জায়গা করে নিয়েছেন।
অন্যদিকে, আইসিসির বর্ষসেরা মহিলা ক্রিকেটার নির্বাচিত হলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার এলিসে পেরি। বিগত তিন বছরের মধ্যে দ্বিতীয় বার বর্ষসেরা ক্রিকেটার হলেন পেরি। মেয়েদের বর্ষসেরা একদিনের ক্রিকেটারের শিরোপাও এই অস্ট্রেলীয়র মুকুটে। ২০১৯ সালে পেরি ওয়ানডে ম্যাচে ৪৪১ রান করেছেন। নিয়েছেন ২১ উইকেট। মেয়েদের আন্তর্জাতিক টি-২০তে বর্ষসেরা হয়েছেন আর এক অস্ট্রেলীয় ক্রিকেটার এলিসা হিলি। এই নিয়ে পরপর দু-বছর টি-২০তে বর্ষসেরা হলেন হিলি।