নাগরিকত্ব আইন নিয়ে তর্জা চলছেই। দেশের শাসক ও বিরোধী দলের মধ্যে এই নিয়ে চলছে ধুন্ধুমার। বাক্য যুদ্ধ চলছে দুই পক্ষের মধ্যে। এই আবহাওয়াতেই বিরোধীদের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস ও তার শরিকদের উদ্দেশে বলেছিলেন, ‘তাহলে স্বীকার করে নিন যে আপনারা সব পাকিস্তানি নাগরিককে দেশের নাগরিকত্ব দিতে রাজি আছেন।’ এবার নমোর চ্যালেঞ্জের জবাব দিলেন কংগ্রেসের শীর্ষ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। তাঁর কথায়, ‘এমন চ্যালেঞ্জ দেওয়ার অর্থটা কী?’
চিদম্বরম টুইটে বলেছেন, ‘যাঁরা পাকিস্তানের নাগরিক, তাঁদের কেন আমরা আমাদের নাগরিকত্ব দেব? বিরোধীদের এমন চ্যালেঞ্জ দেওয়ার অর্থ কী? ছাত্র ও যুব প্রজন্ম স্বাধীন, ধর্মনিরপেক্ষ, সহিষ্ণু ও মানবদরদী – এটা খুবই সন্তোষজনক। সরকার কি এই মূল্যবোধগুলিকে চ্যালেঞ্জ করছে?’
কংগ্রেসের এই বর্ষীয়ান নেতার এই কটাক্ষ অস্বস্তি বাড়িয়েছে বিজেপি শিবিরে। মোদীর আলটপকা মন্তব্যের বিরুদ্ধে চিদম্বরমের জবাব এই আবহে বেশ প্রাসঙ্গিক বলে মনে করছেন রাজনৈতিক মহলের এক বিরাট অংশ। এখন এটাই দেখার এই আইন নিয়ে দেশে আবার কবে স্থিতিশীল হবে সেটাই দেখার।কি