আসামে এনআরসি হওয়ার পরই পাঞ্জাব, বাংলা, ছত্তিশগড়ের মতো বেশ কিছু রাজ্যের মুখ্যমন্ত্রীরা জানিয়ে দিয়েছিলেন, তাঁদের রাজ্যে কোনওভাবেই এনআরসি হবে না। আর এবার কেন্দ্রের সংশোধনী নাগরিকত্ব আইনও রাজ্যে কার্যকর করবেন না বলে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। মানুষের মধ্যে বিভেদ তৈরি করে ক্ষমতায় টিকে ঠাকতে চাইছে কেন্দ্রীয় সরকার, এমনই বলেছেন তিনি।
গত মঙ্গলবারই একবছর পূর্ণ করল রাজ্যে ভূপেশ বাঘেলের সরকার। এদিন ছত্তিশগড়ের কংগ্রেস কার্যালয় রাজীব ভবনে তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘মোদী সরকার যদি গোটা দেশে এনআরসি চালু করতে চায়, তাহলে আমিই হব প্রথম ব্যক্তি যে এনআরসির নথিতে সই করব না। মোদী-শাহ ইংরেজদের উত্তরসূরী। এটাই মোক্ষম সময়, এই কালো ইংরেজদের বিরুদ্ধে রাস্তায় নামুন। প্রতিবাদ করুন। গোটা দেশেই ছাত্রছাত্রীদের ওপর রাষ্ট্রীয় সন্ত্রাস নেমে আসছে। রাজধানীতেও সুরক্ষিত নন পড়ুয়ারা। তাঁদের প্রতিবাদ করার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। নতুন প্রজন্মকে রক্ষা করার দায়িত্বও আমাদেরই।
এরপর তিনি বলেন, মোদী সরকার এখনও পর্যন্ত যা যা পদক্ষেপ নিয়েছে, নোটবন্দি, জিএসটি নীতি, সবই ব্যর্থ হয়েছে। দেশের বহু মানুষের কাছে কোনও নথি নেই যা তাঁদের নাগরিকত্ব প্রমাণ করবে। তাহলে তাঁদের কী হবে? গান্ধীজি এমন ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন, আমরাও এই কালো ইংরেজদের বিরুদ্ধে রাস্তায় নামব। দেশের অর্থনীতি ধসে পড়ছে। বেকারদের জন্য চাকরি নেই। মানুষের পকেটে টাকা নেই। জিনিসপত্রের দাম রোজ বাড়ছে। এই ইস্যুগুলো থেকে নজর ঘোরাতেই এই সব বিভাজনমূলক আইন নিয়ে আসছে কেন্দ্র। যার ফলে মানুষ মোদী-শাহকে পাল্টা প্রশ্ন করার সুযোগ পাচ্ছে না।