সোমবার ও মঙ্গলবার গত ২দিন কলকাতায় বিশাল মিছিলের পর বুধবার দুপুরে হাওড়া ময়দান থেকে কলকাতার ধর্মতলায় ডোরিনা ক্রসিং পর্যন্ত সিএএ এবং এনআরসি বিরোধী মিছিলের ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় এই নয়া আইনের বিরুদ্ধে সোচ্চার হয়ে এই মিছিল করে নমো-শাহকে কড়া বার্তা দিয়েছেন তিনি। ‘আমরা সবাই নাগরিক’, এই শপথ বাক্য পাঠ করে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তিনি এবং শহর কলকাতার নাগরিকরা। একইসঙ্গে কেন্দ্রকে তুলোধনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিনের মিছিল থেকে তিনি মন্তব্য করেন, ‘দেশকেই ডিটেনশন ক্যাম্প বানাতে চায় বিজেপি, কিন্তু আমার তৃণমূল সরকার তা কখনই হতে দেবে না। বিজেপি বলছে সবকা সাথ, সবকা বিকাশ। কিন্তু সকলের জন্য ধ্বংসাত্মক পরিস্থিতির সৃষ্টি করছে তারা। বিজেপিকে বলব, সিএএ নিয়ে যেন দেশ না জ্বলে যায় তার দিকে নজর দিতে।’ এর পাশাপাশি তিনি আরও বলেন, ‘বুলেট দিয়ে গণতান্ত্রিক আন্দোলন আটকানো যায় না। এক হাজার বুলেটের যা দাম, দশটা মানুষ পথে নেমে কথা বললে তার দাম বেশি। আমরা হিংসা চাই না বলে পথে নেমেছি। শান্তির স্বার্থে এই আন্দোলন সংগঠিত করার চেষ্টা চলছে।’
এদিনের মিছিলে হাওড়ার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ অংশ নেন। হাওড়া পুরসভা, মহাত্মা গান্ধী রোড, জেলাশাসকের বাংলো সংলগ্ন ডি এম স্লোপ, ঋষি বঙ্কিম সেতু, ২৭এ পয়েন্ট, রবীন্দ্র সেতু, ব্রেবোর্ন রোড, টি বোর্ড, রবীন্দ্র সরণি, বেন্টিঙ্ক স্ট্রিট হয়ে মিছিল শেষ হয় ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ে। মিছিলের শুরুতে ঠিক আগের দুদিনের মতোই শপথ বাক্য পাঠ করান তৃণমূল সুপ্রিমো। তৃণমূল সূ্ত্রে জানা গিয়েছে, ফের বৃহস্পতিবার দুপুর ২টোয় রানি রাসমণি রোডে এবং শুক্রবার দুপুর তিনটেয় পার্ক সার্কাসে নয়া নাগরিক আইন বিরোধী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।