নির্ভয়াকাণ্ডে মৃত্যুদণ্ডের সাজাই বহাল রাখল সুপ্রিম কোর্ট। নির্ভয়ার ধর্ষকের ফাঁসি রদের আর্জি খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগের রায় ঠিকই ছিল। এ নিয়ে নতুন করে ভাবনা-চিন্তার কিছু নেই।তারপরই নির্ভয়ার ধর্ষক অক্ষয় কুমার সিংহের ফাঁসি রদের আর্জি খারিজ করা হল।
বুধবার সকালে বিচারপতি অশোক ভূষণ, এএস বোপান্না এবং আর ভানুমতীর বেঞ্চে মামলার শুনানি শুরু হলে অক্ষয়ের ফাঁসির তীব্র বিরোধিতা করেন এপি সিংহ। তিনি বলেন, ‘‘এ দেশ থেকে ফাঁসি তুলে দেওয়া উচিত। কারণ এতে অপরাধীকে মেরে ফেলা হলেও অপরাধ শেষ করা যায় না।’’ সাত বছর ধরে চলে আসা তদন্ত প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন এপি সিংহ। তারপর সুপ্রিম কোর্ট জানায়, মানবতা বিরোধী এই অপরাধের কোনও ক্ষমা হয় না। অযথা মামলা বিলম্বিত করার চেষ্টা চলছে।