বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচী ‘দিদিকে বলো’ ব্যাপক ভাবে সাড়া ফেলেছিল বাংলায়। শুধু মাত্র একটা ফোনেই বহু মানুষের সমস্যার সমাধান হয়েছিল। এবার ক্যাব নিয়ে এই উত্তপ্ত পরিস্থিতিতেও সহায়ক হল ‘দিদিকে বলো’। এক ফোনেই বাড়ি ফিরলেন আটকে পড়া ছাত্র-শিক্ষকেরা।
শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিলেন উস্তির সরাচি অম্বিকাচরণ হাইস্কুলের ছাত্র এবং শিক্ষকেরা। নয়া নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভের ফলে উত্তরবঙ্গে আটকে পড়ে ৬৩ জনের দলটি। ১৩ ডিসেম্বর হাওড়া থেকে দার্জিলিং মেল ধরেন। ফেরার টিকিট কাটা ছিল ১৬ ডিসেম্বর। ওই দিনই তাঁরা জানতে পারেন, নিউ জলপাইগুড়ি থেকে বাতিল হয়েছে দার্জিলিং মেল। কী ভাবে বাড়ি ফিরবেন, তা ভেবে সকলের যখন দিশেহারা অবস্থা, তখন এক শিক্ষক ‘দিদিকে বলো’তে ফোন করেন। তাতেই হল মুশকিল আসান।
‘দিদিকে বলো’ থেকে তাঁদের শিলিগুড়ি বাসস্ট্যান্ডের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার সঙ্গে যোগাযোগের কথা বলা হয়। সেখান থেকে সন্ধে ৭টা নাগাদ বাসে মঙ্গলবার সকাল ১১টা নাগাদ শিয়ালদহ পৌঁছন তাঁরা। সেখান থেকে আবার ট্রেন ধরে ডায়মন্ড হারবারের দেউলা স্টেশনে যাওয়ার ছিল অনেকের। শিয়ালদহ স্টেশনে এসে তাঁরা জানতে পারেন, ওই শাখায় বিভিন্ন স্টেশনে ট্রেন অবরোধ চলছে। সেখানেও প্রায় ঘণ্টা দেড়েক অপেক্ষা করতে হয় তাঁদের।
তবে এত ঝামেলার মধ্যেও যেভাবে ‘দিদিকে বলো’ তাঁদের সাহায্য করেছে তাই নিয়ে মমতাকে অকুন্ঠ ধন্যবাদ জানিয়েছেন সকলে। সকলে একবাক্যে স্বীকার করেছেন, ‘দিদিকে বলো’ না থাকলে তাঁরা আরও কতক্ষণ আটকে থাকতেন তা কেউ জানে না।