সংশোধনী নাগরিক আইনের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। আগামী ১৯ ডিসেম্বর গোটা দেশে জুড়ে মিছিলের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। মুম্বইয়ের গিরগম চৌপাত্তি থেকেও একটি মিছিল বেরবে। আর সেই মিছিলের নেতৃত্ব দেবেন ৯৪ বছরের বৃদ্ধ স্বাধীনতাসংগ্রামী জি জি পারিখ। সেই মিছিলে অংশ নেবেন পড়ুয়ারা, বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতানেত্রীরা এবং বেশকিছু সংগঠন। মিছিলে উপস্থিত থাকবেন তিস্তা সেতালভাড়, লেখক ডলফি ডিসৌজা, প্রাক্তন আইএএস অফিসার কন্নন গোপীনাথন, আইপিএস আবদুর রেহমান এবং আইনজীবী মিহির দেশাই। রবিবারের জামিয়া কাণ্ডের পরই নতুন নাগরিক আইন বিরোধী আন্দোলন বড় আকার নেয়। জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশি তাণ্ডবের প্রতিবাদে রাস্তায় নামতে সোমবারই প্রায় ২০টি সামাজিক সংগঠন জমায়েত করে মুম্বইয়ে।
সমাজকর্মী ফিরোজ মিথিবরওয়ালা বলেন, ‘প্রতিবাদের জন্য মুম্বইয়ের গিরাগমকে আমরা বেছে নিয়েছি কারণে ভারতের স্বাধীনতা ইতিহাসে এই জায়গাটির একটি বিশেষ গুরুত্ব আছে। আজাদ ময়দান থেকেই আমাদের প্রতিবাদ শুরু হবে।’ ভারতীয় মুসলিম মহিলা আন্দোলনের কর্মী জুবেদা খাতুন বলেন, ‘সংশোধনী নাগরিকত্ব আইন ধর্মের ভিত্তিতে দেশকে বিভাজনের কথা বলে। এই আইন একবার কার্যকর করা শুরু করলে গোটা দেশে অনেক কিছু ঘটে যেতে পারে। সেই ভয়েই আজ রাস্তায় নামছি।’