স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশ্যে তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে অমিত শাহকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ‘দেশে আগুন লাগানো নয়, নেভানো আপনার কাজ।’ এদিন তিনি জানান, জাতীয় নাগরিক পঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইন আসলে ‘একই ললিপপের দু’পিঠ’। টানা তিনদিন ধরে এই আইনের বিরুদ্ধে মিছিলে অংশ নিলেন মুখ্যমন্ত্রী।
এদিনের প্রতিবাদ মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় আগাগোড়া ছিলেন আক্রমণাত্মক। বিজেপি সরকারকে তোপ দেগে তৃণমূল নেত্রী বলেন, ‘আপনারা বলছেন কেউ নাগরিকত্ব হারাবে না। কিন্তু এখন বলছেন প্যান, আধার কোনওটাতেই কাজ হবে না। তাহলে কীসে কাজ হবে? বিজেপির মাদুলিতে? বিজেপি একটি ওয়াশিং মেশিনে পরিণত হয়েছে।’
বুধবার সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। কেবল একজন বিজেপি নেতা মাত্র নন। দয়া করে দেশে শান্তি বজায় রাখুন।’ মমতা প্রশ্ন তোলেন, ‘কেন এখন বিজেপি জন্মের শংসাপত্র চাইছে। মমতার কথায়, ‘এবার থলে থেকে বিড়াল বেরিয়ে পড়েছে।’
কেন্দ্রের মোদী সরকারকে আক্রমণ করে মমতা আরও বলেন, ‘আপনারা ‘সবকা সাথ সবকা বিকাশ’ করতে পারেননি। করেছেন ‘সবকা সাথ সর্বনাশ’। সিএএ ও এনআরসি প্রত্যাহার করুন। নাহলে আমিও দেখব আপনারা এটা এখানে কী করে কার্যকর করেন।’