গত সপ্তাহেই সংসদের দুই কক্ষে পাশ হয়ে গিয়েছিল নাগরিকত্ব সংশোধনী বিল(ক্যাব)। আর তারপর বিলে রাষ্ট্রপতির স্বাক্ষরের পর তা এখন আইনে রূপান্তরিত হয়েছে। তবে এই ‘কালো আইন’-এর বিরুদ্ধেই প্রতিবাদে জ্বলছে গোটা দেশ। যেমন সোমবারই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ দেখা যায় পূর্ব দিল্লীর সিলামপুরে। বেশ কয়েকটি দোকান ভাঙচুর হয়। তবে বুধবার সেখানকার এক ট্রাভেল এজেন্সির মালিক অভিযোগ জানিয়েছেন, পুলিশকর্মীরাই বিনা প্ররোচনায় তাঁর দোকান ভাঙচুর করেছেন। সিসিটিভি-র ফুটেজে তার ছবি দেখা গিয়েছে। পুলিশের কাছে সেই ফুটেজ জমা দিয়ে তিনি ক্ষতিপূরণ দাবি করেছেন। তাঁর দাবি, পুলিশের এক উচ্চপদস্থ অফিসার আশ্বাস দিয়েছেন, তাঁকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
দোকানের মালিকের নাম আনিস মালিক। তাঁর দোকানের সামনের দিকের কাচ ভেঙে দেওয়া হয়েছে। দোকানের ভিতরে কম্পিউটার ও ফোনও ভাঙা হয়েছে। আনিসের কথায়, ‘আমি দুপুর দু’টো অবধি দোকানে ছিলাম। কয়েকজন পুলিশকর্মী আমাকে বললেন, এর পরে পরিস্থিতি খারাপ হতে পারে। আপনি দোকান বন্ধ করে বাড়ি চলে যান।’ আনিসের দাবি, তিনি দোকানের শাটার বন্ধ করেছিলেন বটে কিন্তু তাড়াহুড়োয় তালা দিতে ভুলে গিয়েছিলেন। পরে দেখেন, তাঁর দোকানে ভাঙচুর করা হয়েছে। আনিস জানিয়েছেন, সিসিটিভি-র ফুটেজে দেখা গিয়েছে, পুলিশ দু’জনকে মারধর করছে। তারা বিক্ষোভকারী নয়। আমার পাশের দোকানে ওই দু’জন কাজ করে।