আজ মালদার ২ ক্ষতিগ্রস্ত স্টেশন হরিশরন্দ্রপুর ও ভালুকা পরিদর্শনে যাচ্ছিলেন ২ বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক এবং খগেন মুর্মু । যেহেতু পুলিশেরর অুনমতি ছাড়াই স্টেশনগুলি দেখতে যাচ্ছিলেন তাঁরা, তাই সেই অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুজনকে। ভালুকা স্টেশন যাওয়ার পথেই মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু ও কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিককে গ্রেফতার করে পুলিশ।
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে গত শুক্রবার থেকে বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে রাজ্যের বিভিন্ন জায়গায়। বিক্ষোভকারীদের তাণ্ডবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় মালদার হরিশচন্দ্রপুর ও ভালুকা স্টেশন দুটি। স্টেশন দুটিতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। আগুন ধরিয়ে দেওয়া হয়। তছনছ দশা হয় স্টেশন দুটির।
জানা গিয়েছে, ভালুরা স্টেশনে যাওয়ার পথে বিজেপি সাংসদদের বাধা দেয় পুলিশ। কিন্তু পুলিশের বাধার মুখেও নিজেদের জেদ ধরে থাকেন বিজেপি সাংসদরা। তাঁরা তখন রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপরই বিজেপি সাংসাদদের গ্রেফতার করে পুলিস। গ্রেফতার করে বিজেপি সাংসদদের থানায় নিয়ে যাওয়া হয়েছে।