জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ওপর আক্রমনের আঁচ গোটা দেশে ছড়িয়ে পড়িয়েছে। বিক্ষোভে ফেটে পড়ছে দেশের সাধারণ মানুষ। দেশের নামকরা বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলিও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পাশে দাঁড়াচ্ছেন। জামিয়ার আন্দোলনকে শুধুমাত্র মুসলিম পড়ুয়াদের আন্দোলন বলে দেগে দেওয়ার একপ্রকার চেষ্টা চালাচ্ছে মোদী সরকার। সেখানেই মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন খোদ এক হিন্দু ছাত্র।
জামিয়ারই ছাত্র ২১ বছরের আমন অজয় পাণ্ডে। ব্রাহ্মণ বংশের ছেলে সে। এমনকি হিন্দু বলয়েরও বাসিন্দা। তিনিই মোদী সরকারের এই নীতির বিরুদ্ধে। সংবাদমাধ্যমে অজয় জানিয়েছেন, “একটি হিন্দুরাষ্ট্রের নাগরিকের যেসব মানদণ্ড থাকা উচিত, তার সবকটিই আছে আমার মধ্যে। আমি পুরুষ, ব্রাহ্মণ, হিন্দুবলয়ের বাসিন্দা। তারপরেও আমি সংশোধনী নাগরিকত্ব আইনের বিরোধিতা করছি। আমি হিন্দুরাষ্ট্রের বিরোধিতা করছি। আমি একজন হিন্দু। তারপরেও এই সরকার আমার কথা বলার অধিকার কেড়ে নিতে চাইছে”।
হিন্দু মুসলিম বিভাজনের পরই হয়তো মোদী সরকার সমাজের গরীব ও ধনীর শ্রেনীর মধ্যে বিভাজন শুরু করবে। গরীবদেরও দেশে থেকে ছুড়ে ফেলে দেবে। তখন কে দেখবে। কি হবে এই ধর্ম নিরপেক্ষ দেশটার। এই ভয় থেকেই যাচ্ছে।