২০১১ সালে ভারত দ্বিতীয়বারের জন্য ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল। সেই জয়ের সরণিতে অন্যতম কান্ডারি ছিলেন যুবরাজ সিংহ, বীরেন্দ্র সেওয়াগ, গৌতম গম্ভীর, হরভজন সিংহ। তবে ২০১৫-এর বিশ্বকাপের স্কোয়াডে এঁদের মধ্যে কেউ ছিলেন না। যা নিয়ে এখনও হতাশা কাটেনি হরভজনের।
রাজধানীতে এক অনুষ্ঠানে এসে হরভজন সিংহ বলেছেন, “২০১১ বিশ্বকাপজয়ী দলের অনেক ক্রিকেটারই খেলতে পারত পরের বিশ্বকাপ। যেমন আমি, যুবি,গম্ভীর। নিশ্চিত ভাবেই আমরা পরের বিশ্বকাপ খেলতে পারতাম। কিন্তু আমাদের বাদ দেওয়া হয়েছিল। জানি না আমাদের সবাইকে বাদ দেওয়ার নেপথ্যে কী অ্যাজেন্ডা ছিল। ব্যাপারটা এমন ছিল যে তোমাদের কাজ তো হয়ে গিয়েছে, আর থাকার দরকার নেই। একটা নতুন দল গড়ার চেষ্টা হল। কিন্তু নতুন দল গড়ার দরকার কী ছিল? যদি বর্তমান দল জিততে না পারে তখনই নতুন দল গড়ার প্রয়োজন থাকে। কিন্তু আমরা বিশ্বকাপ জিতেছিলাম। সেই দলকেই ধরে রাখা উচিত ছিল।”
২০১৫ বিশ্বকাপের স্কোয়াডে আগের বিশ্বকাপজয়ী দল থেকে ছিলেন শুধু মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহালি, সুরেশ রায়না ও রবিচন্দ্রন অশ্বিন। সন্দীপ পাতিলের নেতৃত্বে নির্বাচকরা জোর দিয়েছিলেন নতুন দল গড়ার দিকে। কিন্তু বিশ্বকাপের সেমিফাইনালে আয়োজক অস্ট্রেলিয়ার কাছে হেরে সে বার ছিটকে গিয়েছিল ভারত।