ক্রিকেট মাঠে বোলারদের ত্রাসের কারণ তিনি। ভয়ডরহীন খেলা খেলেন তিনি। কোনো বোলারকেই ভয় পান না তিনি। তাঁর নামের পাশে রানের পাহাড়। বছরের শেষে ওয়ানডে ক্রিকেটে শীর্ষেই থাকলেন তিনি। টেস্টেও একনম্বর তিনি। দুই ফরম্যাটের ক্রিকেটে এক নম্বরে থেকেই বছর শেষ করছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
স্টিভ স্মিথকে সরিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান আগেই দখল করেছিলেন কোহালি। পারথে অনুষ্ঠিত নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অজি-তারকা স্টিভ স্মিথ দুটো ইনিংসে ব্যর্থ হওয়ায় সদ্যপ্রকাশিত আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে কোহালি (৯২৮ পয়েন্ট) এক নম্বর স্থানেই থেকে যান। স্মিথ (৯১১) থেকে যান দু’ নম্বরে।
এ বার নিয়ে দ্বিতীয় বার টেস্ট ও ওয়ানডে-তে একনম্বরে থেকেই বছর শেষ করছেন কোহালি। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ৮৬৪ পয়েন্ট পেয়ে তিন নম্বরে। কোহালি ও স্মিথের মধ্যে ১৭ পয়েন্টের ব্যবধান। দ্বিতীয় ও তৃতীয় স্থানের মধ্যে কিন্তু ৪৭ পয়েন্টের পার্থক্য। ৭৯১ পয়েন্ট পেয়ে ভারতের চেতেশ্বর পূজারা বছর শেষ করছেন চার নম্বরে থেকে। ভারতের অজিঙ্ক রাহানে রয়েছেন ছ’ নম্বরে।