সামনেই বড়দিন, আর তারপর নতুন বছর। এই উৎসবের মরশুমে পর্যটকদের জন্য এক অভিনব উপহার নিয়ে হাজির বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়৷
কলকাতার ইকো পার্কের আদলে শিলিগুড়ির অদূরে শালুগাড়ায় উত্তরবঙ্গ বন্যপ্রাণ উদ্যান সাফারি পার্কে টয় ট্রেনের স্টিম ইঞ্জিনের আদলে তৈরি তিন কামরার ‘ট্র্যাকলেস টয় ট্রেন’ উদ্বোধন করলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এই উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন পর্যটনমন্ত্রী গৌতম দেবও।
‘ট্র্যাকলেস টয় ট্রেন’ উদ্বোধনের শেষে বনমন্ত্রী জানান, “বেঙ্গল সাফারি পার্ককে আরও আকর্ষণীয় করে তুলতে হবে। ইতিমধ্যেই প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। আমি প্রস্তাব দিয়েছি, এখানে পৃথক একটি বার্ড পার্ক করা হোক। পাশাপাশি প্রকৃতি বীক্ষণ কেন্দ্রকে আরও একটু উন্নতমানের করে সেখানে বন্যপ্রাণ সংক্রান্ত বিভিন্ন রকমের শোয়ের ব্যবস্থা করতে বলেছি। আশা করছি, আগামী দিনে বিদেশের বিভিন্ন সাফারি পার্ককেও টেক্কা দেবে আমাদের বেঙ্গল সাফারি পার্ক”।
সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, প্রাথমিক পর্যায়ে তিনটি বগি নিয়ে ছুটবে এই টয় ট্রেন। এক একটি বগিতে থাকবেন ১০ জন করে যাত্রী। প্রতিটি বগিতে থাকছে সিসি টিভি ক্যামেরা। ভাড়া জনপ্রতি ২৫ টাকা করে। উল্লেখ্য, টাইগার, লেপার্ড, হিমালয়ান ব্ল্যাক বিয়ার সাফারি করার জন্য পৃথক গাড়ির ব্যবস্থা থাকায় এই টয় ট্রেন সব জায়গায় ঢুকবে না। এই ট্রেন বাইরে পার্কের বিভিন্ন এলাকা ঘুরবে। বয়স্ক এবং শিশু, যাদের অনেকটা পথ হাঁটতে সমস্যা, তাদের জন্য এই টয় ট্রেন ভাল ব্যবস্থা বলেই মনে করছেন পার্ক কর্তৃপক্ষ।
মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় নিজেই গাড়ি চালিয়ে ‘ট্র্যাকলেস টয় ট্রেন’–এর উদ্বোধন করেন। পাশের সিটেই বসেন পর্যটনমন্ত্রী। পর্যটনমন্ত্রীকে সঙ্গে নিয়েই ‘গল্ফ কার্ট’ নিজেই চালিয়ে বেঙ্গল সাফারির কিছু অংশ পরিদর্শনও করেন মন্ত্রী রাজীব।