যোগীরাজ্যে যে মহিলাদের বিন্দুমাত্র নিরাপত্তা নেই, তা উন্নাও-সহ একাধিক ধর্ষণ কাণ্ড বারেবারে প্রমাণ করেছে। এবার প্রমাণিত হল যোগী রাজ্যে কোনও মানুষেরই নিরাপত্তা নেই। এবার আদালতের মধ্যেই খুনের অভিযোগে অভিযুক্ত, দুই অভিযুক্তকে গুলি করে মারল চার দুর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বিজনোর শহরের জেলা আদালতে।
পুলিশ সূত্রে জানাগেছে, মঙ্গলবার যখন ওই দুই খুনের অভিযোগে অভিযুক্তকে আদালতে হাজির করা হয়, সেই সময়েই আদালতের ঘরে হঠাৎই চার অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকে খুব কাছ থেকে দুজন অভিযুক্তকে লক্ষ্য করে গুলি চালায়। আদালত কক্ষে এই গুলি চালানোর ঘটনার জেরে ব্যপক উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলেই মারা যায় দুই অভিযুক্ত। যদিও ঘটনার পরই এই চার দুর্বৃত্ত আদালতে আত্মসমর্পণ করে। যদিও কী কারনে ওই দুই অভিযুক্তকে মারা হল তা নিয়ে অন্ধকারে পুলিশ। যদিও আদালতে ঢুকে এই ভাবে দুই খুনের অভিযুক্তকে খুন করার ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে যোগী সরকার।