নাগরিকত্ব আইন ইস্যুতে কয়েকদিন ধরেই উত্তপ্ত রাজ্য। অশান্তির আগুনে জেরবার রাজ্যবাসী। মুখ্যমন্ত্রীর নির্দেশ সেই ঘটনার ক্রম এখন অনেকটাই কমে এসেছে। আর ঠিক তখনই ভয়ংকর এক নির্দেশের কথা শোনালেন রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গদি। রেলের সম্পত্তি নষ্ট করতে এলে ঘটনাস্থলেই গুলি করার নির্দেশ দিয়েছেন তিনি।
সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি জেলা প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি, কেউ রেলের সম্পত্তি নষ্ট করতে এলেই গুলি চালান। একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেই আমি এই নির্দেশ দিয়েছি।’ তাঁর সংযোজন, ‘এমনিতেই পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বে রেল লোকসানে চলছে। সেখানে ১৩ লাখ কর্মচারী মানুষকে ভালো পরিষেবা দিতে দিনরাত কাজ করে যাচ্ছেন।’
কেন্দ্রীয় মন্ত্রীর গুলি করার এই নির্দেশের পরই শোরগোল পড়ে গিয়েছে দিকেদিকে। অনেকেরই প্রশ্ন, একজন রেলপ্রতিমন্ত্রী কি এমন নির্দেশ দিতে পারেন? গুলি চালালে যদি কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়, সেই দায়িত্ব কি রেল নেবে? স্বাভাবিকভাবেই রেল প্রতিমন্ত্রীর কথায় এর কোনও সদুত্তর খুঁজে পাওয়া যায়নি।