স্বাধীনতার পরই দেশকে দু’ভাগে ভাগ করা হয়েছিল। সেইসময় দেশভাগের অন্যতম কাণ্ডারি ছিলেন মহম্মদ আলি জিন্না। ভারত ও পাকিস্তানকে আলাদা করে সেখানকার প্রথম প্রধানমন্ত্রী পদেও বসেছিলেন তিনি। দেশকে ধর্মের নামে ফের একবার ভাগ করতে উঠেপড়ে লেগেছেন নরেন্দ্র মোদী। তাই ইতিহাসের সেই কালিমালিপ্ত খলনায়কের সঙ্গেই এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা করলেন আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। তাঁর দাবি, ‘দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন আধুনিক ভারতের জিন্না।’
একইসঙ্গে তিনি আরও বলেন, ‘জিন্নার সঙ্গে আপনার(মোদী) কোনও ফারাক আমি খুঁজে পাইনি। আপনি ভারতকে হিন্দু রাষ্ট্র করার দিকে এগিয়ে চলেছেন। এই সিএএ আইন ভারতীয় সংবিধানের মূল ভিত্তিকে লঙ্ঘন করছে। যার জেরেই মানুষ তেতে উঠেছে।’ এরপরই বর্তমান আসামকে তুলে ধরে তিনি বলেন, ‘আসামের প্রতিটি মানুষ এখন রাস্তায়। এর জন্য দায়ী কে? কেন দেশ আজ উত্তাল। এর জন্য মোদী আর অমিত শাহই দায়ী।’
সম্প্রতি সংসদে পাস হওয়ার পর রাষ্ট্রপতির স্বাক্ষরের সঙ্গে সঙ্গে আইনের রূপ পেয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। এই আইন দেশের ধর্ম নিরপেক্ষতার পরিপন্থী, এই দাবি করে সরাসরি নরেন্দ্র মোদীকে তোপ দেগে গগৈ বলেন, ‘নরেন্দ্র মোদী মহম্মদ আলি জিন্নার পথ অনুসরণ করছেন। পাকিস্তান সেই সময়ে যা করেছে এখন উনিও তা অনুসরণ করছেন এবং প্রয়োগ করছেন।’ বর্ষীয়ান ওই কংগ্রেস নেতার আরও দাবি, ‘পাকিস্তান ইসলামিক রাষ্ট্র চেয়েছিল। কিন্তু কংগ্রেস ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চেয়েছিল। কিন্তু আজ বিজেপি ধর্মনিরপেক্ষতার রাস্তা থেকে সরে এসে এর বিরোধিতা শুরু করেছে।’